অজ্ঞাত পরিচয় প্রেমিক-প্রেমিকার যুগক আত্মঘাতীর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জের মাড়াইকুড়া গ্রামে। শুক্রবার সকালে মাড়াইকুড়া গ্রামের একটি পাটক্ষেতের পাশে থাকা একটি গাছের ডালে এক যুবক-যুবতীর ঝুলন্ত দেহ দেখতে পান গ্রামের বাসিন্দারা। গ্রামিবাসীরাই খবর দেন রায়গঞ্জ থানায়। দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে। তবে মৃত ওই যুবক যুবতীর কোনও পরিচয় পাওয়া যায়নি। পুলিশ মৃতদের নাম পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে। স্থানীয় গ্রামপঞ্চায়েত সদস্য সঞ্জয় দেব বর্মন বলেন, পুলিশ ঘটনার তদন্ত করছে ঠিকই তবে এটা আত্মহত্যার ঘটনা নাও হতে পারে।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর অজ্ঞাত পরিচয় প্রেমিক-প্রেমিকার যুগক আত্মঘাতীর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে