শীতল চক্রবর্তী,গঙ্গারামপুর,16 জুন,দক্ষিণ দিনাজপুর:-শহরের মধ্যে থাকা একমাত্র পার্কের মধ্যে রপোয়ে চালু করার আশ্বাস দিলেন পৌরসভার চেয়ারম্যান। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়ে সকলের সামনে এমনি আশ্বাস দেন। তিনি এদিন বলেন কালদিঘি পার্ক এর মধ্যেই গৌড়বঙ্গের মধ্যে এই প্রথম রোপওয়ে চালু করা হবে।মানুষজন অনেক বিনোদন পাবে সেখানে।
2015 সালে বামেদের সরিয়ে গঙ্গারামপুর পৌরসভা দখল করে তৃণমূল কংগ্রেস। চেয়ারম্যান হন প্রশান্ত মিত্র, অমলেন্দু ভুষন সরকার ও আবারো নতুন করে প্রশান্ত মিত্রই সেই চেয়ারে বসেন।ইতিমধ্যেই পুরসভার শাসক দলের চেয়ারম্যান গুলির হাত ধরে,এলাকার ড্রেন সংস্কার, আলোবাতি থেকে শুরু করে একাধিক উন্নয়নমূলক কাজ করেছে তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যানেরা। গঙ্গারামপুর কালদিঘি ট্রেয়ট্রেন প্রকল্প চালু করা, গ্রীনসিটি প্রকল্পের মাধ্যমে শহরে আলবাতি জ্বালানোর মতো একাধিক উন্নয়নমূলক কাজ করা হয়েছে। পৌরসভার তরফে কালদিঘী পার্কে রোপওয়ে প্রকল্প চালু করার পরিকল্পনা রয়েছে। পুরসভা সূত্রে জানা গেছে, বর্তমান পৌরসভার চেয়ারম্যান একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সেখানে তিনি শহরের বাসিন্দাদের কাজ সামনে ঘোষণা করেন l শহরবাসী ও ভ্রমণপিয়াসী মানুষজনদের জন্য আরও বেশি করে বিনোদন দিতে কালদিঘি পার্কের মধ্যে তা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি প্রকল্পের কাজ শুরু করা হবে বলে জানানো হয়েছে।
চেয়ারম্যান প্রশান্ত মিত্র জানিয়েছেন, কালদিঘি পার্ক এমনি মানুষদের বিনোদনের জায়গা।সেখানে যদি এই প্রকল্পটি বাস্তবায়ন করা যায় তাহলে অনেকে আরও বেশি করে আনন্দ পাবে না। তাড়াতাড়ি কাজ শুরু করা হবে।
চেয়ারম্যানের এমন ঘোষণাকে শহরবাসী সাধুবাদ জানিয়েছেন।