লাগাতার বৃস্টির ও ভুটান পাহাড়ে বৃস্টির ফলে নদী জল ছাড়ার কারনে কোচবিহার জেলায় সমস্ত নদীতে বন্যা পরিস্থিতি তেরি হয়েছে

0
195

কোচবিহার :- লাগাতার বৃস্টির ও ভুটান পাহাড়ে বৃস্টির ফলে নদী জল ছাড়ার কারনে কোচবিহার জেলায় সমস্ত নদীতে বন্যা পরিস্থিতি তেরি হয়েছে । তুফানগঞ্জ রায়ডাক নদীর জল আগেই হলুদ সর্তকতা জারি করা হয়েছে ।তেরি হয়েছে সেখানে বন্যা পরিস্থিতি ।তবে এবার কোচবিহার তোর্সা নদীতে বিপদ সীমার উপর দিয়ে জল যাচ্ছে ।তোর্সা নদীতে শুরু হয়েছে বন্যা পরিস্থিতি ।তোর্সা নদীর জল বাড়ায় ইতি মধ্যে কোচবিহার শহর সংলগ্ন ফাঁসির ঘাট , টাকাগাছ এলাকায় মানুষের বাড়িতে জল ঢুকে গিয়েছে ।ইতি মধ্যে বাড়ি ছেড়ে বাঁধের উপর আশ্রয় নিয়েছে । ভুটান পাহাড়ে বৃষ্টি ও জল ছাড়ার ফলে কোচবিহার তোরসা নদীর জল বেড়ে গিয়েছে । তোর্সা নদী হলুদ সর্তকতা রয়েছে ।এই জল আর বাড়বে বলে সেচ দপ্তরের সূত্রে খবর ।যার ফলে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here