সাংবাদিক নিগ্রহের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুদ্ধ সাংবাদিক মহল, অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল উত্তর দিনাজপুর প্রেসক্লাবের সকল সদস্যরা

0
191

সাংবাদিক নিগ্রহের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুদ্ধ সাংবাদিক মহল, শুক্রবার রায়গঞ্জ শহরের ঘড়িমোড়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল উত্তর দিনাজপুর প্রেসক্লাবের সকল সদস্যরা। এর পাশাপাশি শিলিগুড়িতে উত্তরকন্যায় মন্ত্রী অরূপ বিশ্বাসের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করতে যান উত্তরবঙ্গের সাংবাদিকদের প্রতিনিধিরা। এদিন শিলিগুড়িতে উত্তরকণ্যার সামনে অবস্থান বিক্ষোভ বসেন উত্তরবঙ্গের সাংবাদিক মহল।

খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয়েছিল পাঁচ সাংবাদিক। এই ঘটনায় পুলিশ অভিযুক্তকে বেল পাইয়ের দেওয়ার ব্যাবস্থা করে দেওয়ায় গনতন্ত্রের চতুর্থ স্তম্ভ পুলিশের দ্বারা আক্রান্ত হল বলে দাবি করল উত্তর দিনাজপুর প্রেসক্লাব। সাংবাদিক নিগ্রহের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে উত্তরবঙ্গ ব্যাপী বৃহত্তর আন্দোলনে নেমেছেন সাংবাদিকেরা

বুধবার রায়গঞ্জের বাজিতপুরে খবর সংগ্রহ করতে গিয়ে এক পুলিশ কর্মীর দ্বারা আক্রান্ত হয়েছিলেন প্রবীন সাংবাদিক সুদীপ চক্রবর্তী সহ পাঁচজন। এদের মধ্যে দুজনকে গুরুতর আহত অবস্থায় রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনা নিয়ে অভিযুক্ত পুলিশ কর্মী দেবব্রত রায় সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও রায়গঞ্জ থানার পুলিশ উদ্দেশ্য প্রনোদিত ভাবে মামলা লঘু করে অভিযুক্ত দেবব্রত রায়কে বেল পাইয়ে দেওয়ার ব্যাবস্থা করে। পুলিশের এই ভূমিকায় সংবাদ মাধ্যমই পুলিশের দ্বারা আক্রান্ত হওয়ার ঘটনা ঘটল বলে অভিযোগ তোলেন উত্তর দিনাজপুর প্রেসক্লাবের সাংবাদিকেরা। এদিন রায়গঞ্জের ঘড়িমোড়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেন রায়গঞ্জ, কালিয়াগঞ্জ ও ইটাহারের সাংবাদিকেরা। এছাড়াও জেলার ইসলামপুর মহকুমা প্রেসক্লাব থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এদিকে শিলিগুড়িতেও উত্তরকন্যার সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে সাংবাদিকেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here