কোচবিহার:- গত তিন দিন ধরে লোকালয়ে দাপিয়ে বেড়াচ্ছে দুটি দাঁতাল। রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে এলাকাবাসীদের মধ্যে। সোমবার সকালে তুফানগঞ্জ-২ ব্লকের, রামপুর-২ গ্রাম পঞ্চায়েতের খাগরীবাড়ি এলাকার ঘটনা।
স্থানীয় বাসিন্দা ও বনকর্মীদের অনুমান উত্তরবঙ্গে ভারী বন্যায়, বক্সা অথবা ডুয়ার্সের জঙ্গল থেকেই এই হাতি দুটি লোকালয়ে আশ্রয় নিয়েছে। এই ঘটনায় রীতিমতো কালঘাম ছুটছে বনকর্মীদের। হাতি দেখতে ভিড় জমিয়েছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। এর আগে বক্সিরহাট এলাকায় হাতি বেরোনোর মত কোনো নজির নেই। যদিও সন্ধ্যা নামতেই দুটি হাতির তাণ্ডবে রীতিমতো আতঙ্কে গ্রামবাসিরা।