শীতল চক্রবর্তী গঙ্গারামপুর 23 শে জুন দক্ষিণ দিনাজপুর:- অসুস্থ হয়ে এক মহিলার মৃত্যুর ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের পিডাবলুডি পাড়াতে। বৃহস্পতিবার রাতে ওই মহিলাকে ভর্তি করা হলে শুক্রবার বিকেলে তার মৃত্যু হয় মহকুমা হাসপাতালে।এমন মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে মৃত মহিলার নাম লিলি সরকার (৫২) বছর।তার বাড়ি গঙ্গারামপুর পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের পি ডাবলু ডি পাড়াতে। মৃতের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত্রে হঠাৎ এই তিনি অসুস্থ বোধ করে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা চলার পর শুক্রবার বিকেলে তার গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে মৃত্যু হয়।
মৃতের জামাই জানিয়েছেন, শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।সেখানেই তার মৃত্যু হয়েছে।
এমন মৃত্যুর ঘটনায় পরিবারসহ এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।