কোচবিহার:- বিএসএফ গুলিতে মৃত্যু হল একজন পাচারকারীর।ঘটনাটি ঘটেছে গতকাল গভীর রাতে মাথাভাঙ্গা শীতলকুচি থানার অন্তর্গত নলঙ্গীবাড়ি এলাকায় ।বিএসএফের ১৬৯ ব্যাটেলিয়ানের কর্তব্যরত জাওয়ানদের হাতে নিহত হয় এক গরু পাচারকারী। নিহত ব্যক্তির নাম একরামুল মিয়া। শীতলকুচি এলাকায় তার বাড়ি বলে জানা গেছে। বিএসএফ সূত্রে খবর অনুযায়ী গতকাল গভীর রাতে এই এলাকায় গরু পাচারের উদ্দেশ্যে কাঁটাতারের বেড়া কাটছিলেন একরামুল মিয়া এবং লেবু মিয়া। এমত অবস্থায় কর্তব্যরত জওয়ানরা তাকে ধাওয়া করে এবং পালাতে গেলেই গুলিতে মৃত্যু হয় একরামুল মিয়ার। অপর ব্যক্তি লেবু মিয়া পালাতে গেলে তাকে গ্রামবাসীরা ধরে বেধরক মারধর করে বিএসএফের হাতে তুলে দেয়। এই প্রসঙ্গে নিহতের স্ত্রী জানায় দুদিন আগে লেবু মিয়া কিছু কাজের জন্য একরামুল মিয়া কে ডেকে নিয়ে যান এবং সেই সময় তার স্ত্রীর হাতে কিছু টাকাও দেন। কিন্তু কি কাজের জন্য ডেকে নিয়ে যান তা তাদের জানা নেই। শনিবার সকালে একরামুল মিয়া মৃত্যু সংবাদে তাই শোকাচ্ছন্ন তার পরিবার। এই মুহূর্তে একরামুল মিয়া দেহ মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে রয়েছে।