ব্যাবহারের অযোগ্য টেবিল টেনিস একাডেমিকে আবারো ব্যাবহার যোগ্য করে তোলার দাবি জানালো আম আদমী পার্টি

0
243

শিলিগুড়ি:- ২০২০সালে টেবিল টেনিস খেলার অগ্রগতির জন্য শিলিগুড়ি জংশনের বানী মন্দির স্কুলের সন্নিকটে কোটি টাকা ব্যায়ে তৈরি করা হয়েছিল একটি টেবিল টেনিস একাডেমি।সেই একাডেমি খোলার পর অনেকেই ভেবেছিল ফের হয়তো টেবিল টেনিস নিয়ে শহর শিলিগুড়ি স্বমহিমায় ফিরবে।তৈরি হবে আরোও মান্তু ঘোষ,গনেশ কুন্ডুর মতো খেলোয়ার।কিন্তু আশা আশাই রয়ে গেল।বিগত দুবছর পেরিয়ে গেলেও আজও পরিতক্ত্য অবস্থায় পরে রয়েছে সেই একাডেমি।এমনটাই দাবি দার্জিলিং জেলা আম আদমী পার্টির।অবিলম্বে টেবিল টেনিস একাডেমিকে পুনরায় ব্যাবহারের যোগ্য করে তোলার দাবি জানিয়ে সরব হল আম আদমী পার্টির সদস্যরা।শুক্রবার তাদের দাবি নিয়ে একটি স্বারকলিপি প্রদান করতে রেল আধিকারীকের দারস্থ হন আম আদমি পার্টির সদস্যারা।তবে তাদের দাবি পত্র আধিকারীকেরা গ্রহন না করায়,ক্ষোভের সঞ্চার হয় তাদের মধ্য এই দাবি নিয়ে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন সংগঠনের জেলা অধ্যক্ষ্য দিব্যেন্দু  মজুমদার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here