মালদায় সাংগঠনিক সভায় এলেন বিজেপির কেন্দ্রীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ By starsambadadmin - June 24, 2022 0 171 Share on Facebook Tweet on Twitter মালদায় সাংগঠনিক সভায় এলেন বিজেপির কেন্দ্রীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার সকালে শতাব্দি এক্সপ্রেসে মালদা টাউন স্টেশনে এসে পৌঁছান তিনি। বিজেপির জেলা কর্মীরা তাঁকে সংবর্ধনা জানান। সেখান থেকে তিনি সাংগঠনিক সভার উদ্দেশ্যে গৌড় ভবনে রওনা দেন।