শুক্রবার দুপুরে গঙ্গারামপুর থানার মহারাজপুরের পাটনে জমি নিয়ে বিরোধের জেরে দুই শালিকাকে জামাইবাবু সহ পরিবারের লোকজনের মিলে শ্লীলতাহানি করে মারধর করার অভিযোগ উঠেছে, থানায় লিখিত অভিযোগ দায়ের তদন্ত শুরু করেছে পুলিশ।

0
414

শীতল চক্রবর্তী গঙ্গারামপুর 23  জুন দক্ষিণ দিনাজপুর:-জমি নিয়ে ঝামেলা জেরে দুই শালিকাকে মারধোর করে শ্লীলতাহানীর করার অভিযোগ উঠল জামাইবাবু সহ তার পরিবারের লোকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার মহারাজপুর পাটন এলাকায়। জামাইবাবু ও তার পরিবারে লোকজনদের হাতে বেধড়ক পরিমাণে মারধর খেয়ে মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছেন দুই শালিকা। তাদের উন্নত চিকিৎসার জন্য মালদায় রেফার করেছে চিকিৎসকেরা বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এব্যাপারে জামাইবাবু সহ তার আত্মীয় স্বজনদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন আক্রান্তদের পরিবারের লোকজনেরা বলে তারা জানিয়েছেন।ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে এলাকার জুড়ে।

         সূত্রে জানা গেছে, মালদা জেলার বাসিন্দা কল্পনা সাহা ও  অপর্ণা সরকার। তাদের বিবাহ হয়ে গেছে সেখানে। বাবার বাড়ি গঙ্গারামপুর থানার মহারাজপুর পাটানে।পরিবার সূত্রের খবর, আক্রান্তদের পরিবারে পাঁচ বোন এক ভাই রয়েছে। তাদের পত্রিক সূত্রে বাড়ির সাত শতক জায়গাও রয়েছে। অভিযোগ বাড়ির একমাত্র ভাই আনন্দকে সেই জায়গা পাঁচ বোন মিলে দানসত্ব করে দিয়েছে অনেকদিন আগেই। বড় বোন বচন শীল তার ভাগের  জায়গা  ভাই আনন্দকে দিয়ে দিয়েছে বলে খবর। অভিযোগ বচনের স্বামী ঝন্টু সরকার সেই বিষয়টা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। যে ঘটনা নিয়ে বিবাদের জেরে, ঝন্টুর শালিকা কল্পনা সাহা ও পন্না সরকারের অভিযোগ, কেন তার দিদি সেই জায়গা ভাইকে দিয়ে দিলো সেই ঘটনা নিয়েই বচনকে মারধর করতে থাকে এদিন দুপুরে। ঘটনার প্রতিবাদ করাতেই অভিযোগ জামাইবাবু ঝন্টু সরকার তার দাদা বিষ্ণু সরকার ভাইপো বুদ্ধি সরকার, নব সরকার, সঞ্জয় সরকারের মিলে ওই দুইজনকে বেধড়ক পরিমাণে মারধর করে  বলে অভিযোগ তাদের। মারধোর খেয়ে গুরুতর আহত অবস্থায় দুই শালিকাকে আশঙ্কাজনক অবস্থায় গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

  ঝন্টু সরকারের শালিকা পন্না সরকার ও কল্পনার অভিযোগ করে বলেন, জামাইবাবু তার দাদা ও ভাইপোর আমিনা যেভাবে আমাদের মারধর করে শ্লীলতাহানীর ঘটিয়েছে তাদের কঠোর শাস্তি দাবি জানায় ।থানায় অভিযোগ জানাবো।

   ঘটনার বিষয়ে এক আত্মীয় ঝন্টু সরকার, তার দাদা বিষ্ণু সরকার তার আত্মীয় বুদ্ধি সরকার, নব সরকার সঞ্জয় সরকারের মিলে আমাদের আত্মীয়দের যেভাবে  মারধোর সহ শ্লীলতাহানী করেছে  তাদের কঠোর শাস্তির দাবী জানাই।

  পুলিশ সূত্রে জানা গেছে, লিখিত অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।

 ঘটনায় ব্যাপক শোরগোল করেছে এলাকা জুড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here