মাদক বিরোধী দিবস পালন করা হলো বুনিয়াদপুরে

0
247

বংশীহারী থানার পুলিশ ও ইচ্ছে ফাউন্ডেশন এর উদ্যোগে মাদক বিরোধী দিবস পালন করা হলো বুনিয়াদপুরে। এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর আবগারি দপ্তর অফিস থেকে রেলি বের করা হয়।

এদিন প্রথমে বুনিয়াদপুর শহর পরিক্রমা করে একটি সুসজ্জিত রেলি। এরপর পুলিশ প্রশাসন ও ইচ্ছে ফাউন্ডেশন এর উদ্যোগে ও বংশীহারী থানা পুলিশের উদ্যোগে মাদক বিরোধী দিবস সম্পর্কে বুনিয়াদপুর পৌরবাসীকে সচেতন করা হয়। মূলত যুবসমাজ এখন ড্রাগস এর নেশা ছেয়ে গেছে সমস্ত জায়গায়। বুনিয়াদপুর তার মধ্যে বিকল্প কোন শহর নয়। শহরের বিভিন্ন এলাকায় যুব সমাজ আজ নেশা আক্রান্ত। আর সেই যুবসমাজকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতেই বংশীহারী থানা পুলিশ ও ইচ্ছা ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালন করা হলো বুনিয়াদপুরে। এদিন সেখানে উপস্থিত ছিলেন বংশীহারী থানার আইসি মনোজিৎ সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা সহ বিশিষ্টজনেরা। এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর আবগারি দপ্তর অফিসের পক্ষ থেকে বুনিয়াদপুর শহর জুড়ে করা হয় রেলী। ড্রাগের নেশা সুস্থ সমাজের এক অভিশাপ। এই সাপের হাত থেকে বুনিয়াদপুর পৌরবাসীকে বাঁচাতে 26 শে জুন বিশ্ব মাদক বিরোধী দিবস দিনটিকে পালন করলেন।

এ বিষয়ে বংশীহারী থানার আইসি মনোজিৎ সরকার জানিয়েছেন, আজকে আমরা আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে একটি সুসজ্জিত রেলি গোটা বুনিয়াদপুর শহর পরিক্রমা করে বুনিয়াদপুর এর যুব সমাজকে সচেতনতার বার্তা প্রদান করলাম। আমাদের সঙ্গে এই মহান কাজে ব্রতী হয়েছেন ইচ্ছা ফাউন্ডেশন নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা। আমরা চাই সকলে মিলে বুনিয়াদপুর শহরকে নেশা মুক্ত শহর গড়ে তুলতে। বংশীহারী থানার পুলিশ সব সময় চাইছে যুবসমাজ যাতে নেশাগ্রস্ত না হয়। শুধু পুলিশ চাইলেই এ কাজ সম্ভব না। যতদিন না পর্যন্ত বুনিয়াদপুর এর মানুষ সচেতন হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here