প্রতিবেশীর বাড়ি খেলতে যাওয়া নিয়ে মায়ের বকুনি, অভিমানে গলায় ফাস লাগিয়ে আত্মঘাতী ১৬ বছরের কিশোরী

0
136

প্রতিবেশীর বাড়ি খেলতে যাওয়া নিয়ে মায়ের বকুনি, অভিমানে গলায় ফাস লাগিয়ে আত্মঘাতী ১৬ বছরের কিশোরী। শোকের আবহ বালুরঘাটের সুকান্ত কলোনীতে

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২৭ জুন— প্রতিবেশীর বাড়িতে খেলতে যাওয়া নিয়ে মায়ের বকুনি খেয়ে অভিমানে আত্মঘাতী হলো ১৬ বছর বয়সী এক কিশোরী। সোমবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের সুকান্ত কলোনি এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত ওই ছাত্রীর নাম সুস্মিতা বাসাক। প্রায় ছয় মাস আগে ওই কিশোরীর বাবা মারা যায়। তার পরেই তারা তপন থেকে বালুরঘাট এসে থাকত। এদিন কিশোরীর শোবার ঘর থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, রবিবার সুকান্ত কলোনি এলাকায় প্রতিবেশীর বাড়িতে একটি অনুষ্ঠান চলবার সময় ওই কিশোরী হাজির হয়েছিল সেখানে। খেলাধুলা ও আনন্দে মেতেছিলেন অনুষ্ঠান বাড়িতে আসা লোকজনের সাথে। এদিকে কাজ সেরে বাড়ি ফিরে এসে মেয়েকে বাড়িতে না পাওয়ায় কিছুটা বকঝকা দেন মা। আর এতেই অভিমান হয় ওই কিশোরীর। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে নিজের শোবার ঘরে গলায় ফাস লাগিয়ে আত্মঘাতী হয় সে। এমন ঘটনা সামনে আসতেই রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।   ‌‌ 

   স্থানীয় বাসিন্দা অসিত দাস জানিয়েছেন, পাশের একটি অনুষ্ঠান বাড়িতে গিয়ে খেলাধুলা করছিল ওই কিশোরী। তার মা তাকে একটু বকাঝকা করে। এদিন তার মা’র অনুপস্থিতিতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here