বাঁধমোড় এলাকায় নেই কোন শৌচাগার, সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন চেয়ারম্যান

0
194

শীতল চক্রবর্তী ,গঙ্গারামপুর ,২৭জুন, দক্ষিণ দিনাজপুর:—————বহুদিন ধরে এলাকায় কোন শৌচাগার না থাকায় যত্রতত্র বাসিন্দারা তাদের প্রয়োজনে যেখানে সেখানে শৌচকর্ম করায় পরিবেশ দূষণ হচ্ছে বলে অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের বাধমোর এলাকায়। বাসিন্দাদের অভিযোগ,এলাকায় একটি মার্কেট থাকলেও তাদের তরফেও তৈরি করা হয়নি কোন শৌচাগার। তেমনি পৌরসভার তরফেও এলাকায় তৈরি করা হয়নি কোন শৌচাগারও।পরিবেশ দূষণের পাশাপাশি পথচলতি মহিলারা ওই এলাকা দিয়ে মুখে কাপড় দিয়ে সেখানে চলাফেরা করেন বলে অভিযোগ তাদের।পুরসভার চেয়ারম্যান অবশ্য জানিয়েছেন, খুব তাড়াতাড়ি ওই এলাকায় একটি শৌচাগার তৈরি করে দেওয়া হবে। বাসিন্দাদের সমস্যাও মিটে যাবে।


গঙ্গারামপুর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের বাধমোড় এলাকাটিতে একটি সবজি ও মাছের বাজার রয়েছে।প্রতিদিন সকালে সেখানে এই দুটি বাজারে আশপাশের পূর্ব হালদারপাড়া, বাধমোড় , ভোদনপাড়া ,চরপাড়া সহ আশপাশের বহু মানুষজন বাজার করতে আসে। অভিযোগ সেখানে বাজার করতে আসা পুরুষ ও মহিলারা তাদের প্রয়োজন নেই সেখানে শৌচকর্ম করতে গেলে যেখানে সেখানেই তারা সেকাজ সেরে থাকেন। পুরুষদের তুলনায় মহিলাদের সমস্যা হয় সবথেকে বেশি। যদিও মার্কেট কমিটি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাইনি।
ইতিমধ্যেই পৌরসভার চেয়ারম্যানের কাছে ওই এলাকায় একটি শৌচাগার তৈরীর করার জন্য আবেদন করেছিলেন দোকানদারেরা।অভিযোগ পৌরসভার তরফেও বর্তমানে সে সমস্যার সমাধান হয়নি।
স্থানীয় দোকানদার মন্টু শীল ও সুজিত সরকারের অভিযোগ করে বলেন, যত্রতত্র যেখানে সেখানে শৌচ কর্ম করার ফলে পরিবেশ দূষণ ও পরিবেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। দুর্গন্ধে টেকা দায় হয়ে পড়েছে।তার মধ্যে মশা মাছির উপদ্রব রয়েছে।আমরা চাই পৌরসভা থেকে একটি শৌচাগার তৈরি করে দেখ।
এ বিষয়ে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র জানিয়েছেন, প্রকল্পের কাজ করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হয়ে যাবে।
চেয়ারম্যানের আশ্বাস পাওয়ার পরে বাধমোড় এলাকাবাসীরা আশাবাদী খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি সমস্যা মিটে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here