উত্তর দিনাজপুর:-পদে বসার এক বছরের মধ্যেই অপসারিত উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান মহঃ জায়েদ আলম। ইতিমধ্যেই রাজ্য স্কুল শিক্ষা দফতর থেকে জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে চেয়ারম্যান অপসারনের নির্দেশিকা এসে পৌছেছে। মঙ্গলবার সংবাদমাধ্যমকে বিষয়টি জানান জেলা বিদ্যালয় পরিদর্শক দীপক চন্দ্র ভক্ত। আপাতত এই চেয়ারম্যানের দায়িত্ব নিতে বলা হয়েছে তাকেই। তবে সঠিক কি কারনে চেয়ারম্যানকে অপসারন করা হল তা স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে ধোঁয়াশায় জেলা বিদ্যালয় পরিদর্শকও। এর নেপথ্যে নিয়োগে অনিয়ম সংক্রান্ত কোনো সংযোগ রয়েছে কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন। অন্যদিকে চেয়ারম্যানের দায়িত্বভার পরিদর্শকের কাঁধে যাওয়ায় চাপ অনেকটাই বৃদ্ধি পেল বলেই দাবী দীপক বাবুর। তিনি জানান এমনিতেই জেলার শিক্ষা দফতরের সবকটি অফিসের সর্বোচ্চ পদের দায়িত্ব তার কাঁধে রয়েছে। দফতরে পর্যাপ্ত কর্মী নেই। তার মধ্যে চেয়ারম্যানের দায়িত্বও তার উপরে বর্তানোয় কার্যক্ষেত্রে বেগ পেতে হচ্ছে বলে দাবী জেলা বিদ্যালয় পরিদর্শকের। যদিও এ ব্যপারে এখনও কোনো প্রতিক্রিয়া দেননি অপসারিত ডিপিএসসি-র চেয়ারম্যান জায়েদ আলম।
য়োগ প্রক্রিয়া সম্পন্ন না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামবেন।