রায়গঞ্জ:-সর্পদংশনে প্রান হারাল এক শিশুকন্যা। মর্মান্তিক এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ থানার লক্ষনীয়া এলাকায়৷ মৃত শিশুর নাম শম্পা নাগবংশী বয়স ১ বছর। পরিবার সূত্রের খবর, সোমবার রাতে ঘুমন্ত অবস্থায় একটি বিষধর সাপ বাচ্চাটির কানে ছোবল মারে। হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। ঘটনায় শোকের আবহ পরিবারে।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর সর্পদংশনে প্রান হারাল এক শিশুকন্যা। মর্মান্তিক এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ...