রাজস্থানে নির্মম খুনের ঘটনার প্রতিবাদে রাস্তায় নামল বজরং দল, বালুরঘাটে সন্ত্রাসবাদীদের কুশপুত্তলিকা দাহ বিশ্ব হিন্দু পরিষদের

0
249

 পিন্টু কুন্ডু , বালুরঘাট, ৩০ জুন–––– রাজস্থানে ঘটে যাওয়া নির্মম খুনের প্রসঙ্গ কে সামনে রেখে রাস্তায় নেমে প্রতিবাদ আন্দোলন বজরংদলের। দেশজুড়ে সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরোধিতা করে এদিন বিক্ষোভও দেখানো হয় বজরংদলের তরফে । বৃহস্পতিবার বালুরঘাটের হিলি মোড়ে সন্ত্রাসবাদীদের কুশপুত্তলিকা দাহ করে এই ঘটনার প্রতিবাদ জানায় বিশ্ব হিন্দু পরিষদ । এদিন সংগঠনের পক্ষ থেকে সম্প্রতি ঘটে যাওয়া রাজস্থানের নির্মম খুনের প্রতিবাদ জানানো হয়েছে। একইসাথে এই ঘটনা নিয়ে বুদ্ধিজীবী মহল কেন নিশ্চুপ রয়েছে সে প্রশ্নও তোলা হয়েছে আন্দোলনকারীদের তরফে। অবিলম্বে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবী জানিয়েছেন তারা । 

বিশ্ব হিন্দু পরিষদের পক্ষে অমল চক্রবর্তী জানিয়েছেন, গোটা দেশ জুড়ে এই প্রতিবাদ আন্দোলন চলছে । আগামীতে যাতে এমন ঘটনা না ঘটে সেই জন্য প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here