বংশীহারী ব্লকের ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের নাকের ডগায় নানাহারপাড়ার মাত্র ৬০মিটার রাস্তা বেহাল সারাই এর দাবিতে পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ আদিবাসীদের,সারাই করার আশ্বাস উঠল আন্দোলন

0
261

শীতল চক্রবর্তী, বুনিয়াদপুর ,30 জুন, দক্ষিণ দিনাজপুর:—-
বেহাল রাস্তার সারাই করার দাবিতে এলাকার গ্রামবাসীরা পঞ্চায়েত অফিসে ধর্নায় বসলেন। দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা।গ্রামবাসীদের অভিযোগ,বহুবার পঞ্চায়েতের বলার পরেও কোন সুফল না মেলায় আন্দোলন করতে বাধ্য হয়েছি।পরে রাস্তা সারাই করার আশ্বাসে এলাকাবাসীরা আন্দোলন তুলে নেন।


এলাকার গ্রামবাসীদের অভিযোগ, বংশীহারী ব্লকের ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের নাকের ডগায় নানাহারপাড়ার মাত্র ৬০মিটার রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে বহু বছর ধরে। বহুবার অঞ্চলে লিখিত দরখাস্ত দেওয়া হলেও অঞ্চলের পক্ষ থেকে শুধুমাত্র আশ্বাস ছাড়া আজ পর্যন্ত মেলেনি কোন সুরাহা। ক্ষুব্ধ গ্রামবাসীরা বাধ্য হয়ে এদিন পঞ্চায়েত অফিসের সামনে ধর্নায় বসেন। এলাকাবাসীরা জানান,এই রাস্তা দিয়ে নানাহারপাড়া এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষজনেরা প্রতিদিন যাতায়াত করে থাকেন। সামান্য বৃষ্টির জেরে পঞ্চায়েতের এই রাস্তা দিয়ে চলাফেরা করার অযোগ্য হয়ে পড়ে বলে তারা অভিযোগ করেন। বহুবার ছাত্রছাত্রীরা পড়ে গিয়ে হাত-পা ভেঙেছে বলে তারা অভিযোগ করেছেন। তারা প্রশ্ন তুলেছেন আমরা আদিবাসী বলে কি এই রাস্তা পঞ্চায়েত থেকে ঠিক করবে না ।
যদিও ব্রজবল্লভপুর অঞ্চলের প্রধান জানিয়েছেন ,একদিন পরেই রাস্তার কাজ শুরু হয়ে যাবে। আবারো আশ্বাসের জেরে ক্ষুদ্দ গ্রামবাসীরা ধরনা থেকে উঠে যান। যদিও একদিন বাদেই আবার রাস্তার কাজ না শুরু হয় তাহলে বৃহত্তর আন্দোলনে যাবেন বলে জানিয়েছেন ক্ষুব্ধ গ্রামবাসীরা।


এই বিষয়ে ক্ষুব্ধ এলাকাবাসী বাপি লাহরা ও স্বপন লহরা অভিযোগ করে বলেন, আমাদের এই রাস্তায় বহুবছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সামান্য বৃষ্টিতে জুতো খুলে মাথায় নিয়ে এক হাঁটু কাদার উপর দিয়ে রাস্তা পার হতে হয়। বহু ছাত্র-ছাত্রীরা এই রাস্তা পার হতে নিয়ে পড়ে গিয়ে হাত ও পা ভেঙ্গেছে।যার জেরে আজকে আমরা অঞ্চলের সামনে ধরনায় বসেছি।প্রয়োজনে বড় আন্দোলনে নামব।
এবিষয়ে ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সারথী রায় জানিয়েছেন, কয়েকদিন পরেই রাস্তার কাজ শুরু হয়ে যাবে বলে আশা করছি। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব কাজটি করে দেবো।


কবে নাগাদ এই সমস্যা মিটে যায় সেদিকেই তাকিয়ে রয়েছে সকলেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here