বালুরঘাট হাসপাতাল চত্বর সাফাই অভিযানে ঝাড়ু হাতে নামলেন জেলাশাসক, প্রতি মাসে প্রথম রবিবার করে চলবে এই অভিযান জানালেন বিজিন কৃষনা
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৩ জুলাই— হাসপাতাল চত্বরে সাফাই অভিযানে হাত লাগালেন দক্ষিন দিনাজপুরের জেলাশাসক বিজিন কৃষনান। রবিবার রোগী কল্যাণ সমিতির সদস্যদের সঙ্গে নিয়েই এই অভিযানে নামেন জেলাশাসক। এদিন জেলাশাসক ছাড়াও ওই সাফাই অভিযানে হাজির ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে সহ অনান্যরা। নিজে হাতে ঝাড়ু ধরে হাসপাতাল চত্বরে জেলাশাসককের এমন সাফাই অভিযান অনেকেরই নজর কেড়েছে। দীর্ঘদিন ধরে হাসপাতাল চত্বরে বেড়ে ওঠা আগাছা কেটেও সাফ করা হয়েছে এদিন। একই সাথে হাসপাতালে রোগীর পরিজনদের রাত্রিকালীন থাকার ব্যবস্থা যাতে দ্রুত চালু করা যায় সে বিষয়েও আলোচনা করেছেন জেলা শাসক। খতিয়ে দেখেছেন হাসপাতাল চত্বরে গড়ে ওঠা রোগীর পরিজনদের জন্য নবনির্মিত রাত্রি নিবাসের কাজের পরিস্থিতিও। যে ভবনটি চালু হলে দূর দুরান্ত থেকে আসা রোগীর পরিজনরা যেমন অল্প পয়সায় থাকবার সুবিধা পাবেন। একই সাথে সেখানে থাকা ক্যান্টিনের খাবারের সুবিধাও পাবেন তারা। এদিকে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ধুঁকতে থাকা পৌরসভার রাত্রি আবাস ‘সৌহার্দ্যে’র ভবন সংস্কারের কথাও জানিয়েছেন জেলা শাসক। একইসাথে করোনার সময় থেকে অর্ধ সমাপ্ত হয়ে থাকা অক্সিজেন প্ল্যান্টটি যাতে দ্রুত হাসপাতালে চালু করা যায় সে বিষয়েও অতিদ্রুত পদক্ষেপ নিতে বলেছেন তিনি।
জেলাশাসক জানিয়েছেন, প্রতি মাসের প্রথম রবিবার হাসপাতাল সাফাইয়ের কাজ করা হবে। সকলে মিলে এগিয়ে এলেই হাসপাতাল চত্বর পরিষ্কার থাকবে।