মদ খাওয়া নিয়ে মা – ছেলের বিবাদ, অভিমানে বিষ খেয়ে আত্মহত্যা মায়ের। তপনের চকবলিডাঙা এলাকার ঘটনা
পিন্টু কুন্ডু , বালুরঘাট, ৩ জুলাই— মদ খাওয়া নিয়ে মা- ছেলের বিবাদ, অভিমানে বিষ খেয়ে আত্মহত্যা মায়ের। শনিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের চকবলিডাঙ্গা এলাকায়।পুলিশ জানিয়েছে মৃত ওই মহিলার নাম সাথী রায়। ছেলে মদ্যপান করায় প্রায়ই ঝামেলা লাগত মায়ের সাথে। ওইদিন রাতেই একই ঝামেলা হওয়ায় কিছুটা অভিমানে বিষ খেয়ে আত্মঘাতী হন ওই মহিলা। ঘটনার পরেই তড়িঘড়ি তাকে তপন ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হলেও রাতেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার। এদিন মৃতদেহ ময়না তদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতাল পাঠায় পুলিশ।
স্থানীয় বাসিন্দা বিধান গোস্বামী বলেন, মদ খেয়ে মা ছেলের বিবাদের কারনে মা বিষ খেয়ে আত্মঘাতী হয়েছে।