পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৪ জুলাই ———- দেশজুড়ে অগ্নিপথ ইশু নিয়ে চরম উত্তেজনার মধ্যেই নতুন প্রজন্মদের অগ্নিবীর হতে এগিয়ে আসবার আহ্বান জানালেন এক সদ্য অবসরপ্রাপ্ত ভারতীয় সেনা। দীর্ঘ ১৭ বছর ধরে দেশমাতৃকার সেবা করে ঘরে ফিরে আসার পথেই যুবকদের উদ্দেশ্যে এমন বার্তাই শোনালেন ভারতীয় সেনাবাহিনীর জওয়ান অমরনাথ মিশ্র। বালুরঘাটের কাছারিরোডে বাড়ি অমরনাথ মিশ্র ২০০৫ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়ে কখনও জব্বলপুর কখনোও শ্রীনগর সহ দেশের বিভিন্ন এলাকায় দেশমাতার সেবা করে ৩০ জুন অবসর গ্রহণ করেন। জব্বলপুর থেকে সোমবার সকালে ট্রেনে করে বালুরঘাট পৌঁছান তিনি। অগ্নিপথ নিয়ে যখন একাংশ নানান ভাবে বিরোধ প্রদর্শন করতে ব্যস্ত, তখন সেনাজওয়ান অমরনাথ দেশমায়ের সেবা করে ঘরে ফিরে আসায় তাঁকে নিয়ে চরম উন্মাদনায় মাতলেন বালুরঘাট শহরবাসী। রেলস্টেশন থেকে হুডখোলা গাড়িতে করে রীতিমতো শোভাযাত্রা সহকারে ব্যান্ড বাজিয়ে তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। ভারতীয় সেনাবাহিনীতে দীর্ঘ সতের বছর একদিন কাজ করতে পেরে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে অগ্নিপথের স্বপক্ষে বার্তা দিতে ভোলেন নি অমরনাথ মিশ্র। এদিন শুধু অমরনাথই নয়, একই বার্তা দিয়েছেন তাঁর বন্ধু তথা ভারত মায়ের আরেক অগ্নিবীর গঙ্গানাথ ঝাঁও। নিষ্ঠার সাথে দেশ মায়ের সেবা সেরে বাড়ি ফিরে আসার মুহূর্তের এমন আবেগ ও অনুভূতি ধরে রাখতে পারেন নি তার পরিবারের লোকেরাও।
অমরনাথ মিশ্র বলেন, দেশের সেবা করবার জন্য সরকারের অগ্নিপথ নিঃসন্দেহে দারুন একটি পরিকল্পনা। যা যুবসমাজকে অনুপ্রানিত করবে।
বাবা গজেন্দ্র মিশ্র বলেন, তার ছেলের জন্য তাদের গর্ববোধ হয়। তাই তিনি চান, প্রত্যেক বাবা মা তার ছেলেকে দেশের সেনাবাহিনীতে পাঠিয়ে গর্ববোধ করুক।
গঙ্গানাথ ঝাঁ নামে তার এক সহকর্মী বলেন, দেশের জন্য সকল যুব সমাজকেই এগিয়ে আসা উচিত। তারা একাজ করতে পেরে নিজেরা গর্বিত। শুধু তাই নয়, কর্মসংস্থান নিয়ে রাজ্যের যা অবস্থা তাতে প্রত্যেক যুবসমাজেরই অগ্নিবীরে যোগ দেওয়া উচিত।