শীতল চক্রবর্তী গঙ্গারামপুর 4 জুলাই দক্ষিণ দিনাজপুর:-এক বিশিষ্ট সাহিত্যিকের বাড়ি থেকে বাড়ি ২৯টি সাপের ডিম উদ্ধার হল। তার মধ্যে থেকে সাত/ আটটি বিষাক্ত সাপও উদ্ধার করল সর্প বিশারদ। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার নয়াবাজার এলাকার বাসিন্দা সাহিত্যিক অজিত ঘোষের বাড়ি থেকে ওই সাপ ও তার ডিম গুলো উদ্ধার হয়। এদিন সেগুলো বালুঘাঘাটের বনদপ্তরে নিয়ে যান কুন্তল বাবু।
গঙ্গারামপুর থানা নয়াবাজারের বাসিন্দা অজিতবাবু লেখালেখির সঙ্গে বহুদিন ধরে যুক্ত। বিশিষ্ট সাহিত্যিক হিসেবে সারা রাজ্য জুড়ে নাম রয়েছে তার। সোমবার দুপুরে তিনি তার লেখালেখির কাজে ঘরের মধ্যে ব্যস্ত ছিলেন। হঠাৎ তিনি একটি বিষাক্ত ছোট সাপ দেখতে পান। এরপরেই যোগাযোগ করেন বালুরঘাটের সর্প বিশারদ কুন্তলমালকারের সঙ্গে। তিনি তার টিম নিয়ে ছুটে আসেন অজিত বাবুর বাড়িতে। এরপরে চারদিকে খুঁজাখুঁজি করার পরে কুন্তলবাবু ,অজিত বাবুর বাড়ি থেকে ২৯টি সাপের ডিম উদ্ধার করে। তারমধ্যে ৭-৮টি ছোট সাপ উদ্ধার হয়। যেগুলোকে তিনি একটি কাচের যারে করে বালুরঘাট বনদপ্তরে নিয়ে যান।
সর্প বিশারদ কুন্তল বাবু জানালেন,খবর পেয়ে ওই সাহিত্যের বাড়িতে আসা হয়েছে। সেখান থেকেই ২৯টি সাপের ডিম উদ্ধার করা হয়েছে।তার মধ্যে ৭/৮টি ছোট সাপ উদ্ধার করা হয়েছে ,সেগুলোকে বালুরঘাট বনদপ্তরে ছাড়া হবে।
এদিন যত গুলি সাপের ডিম ও সাপ উদ্ধারের ঘটনায় হাফ ছেড়ে বাচেন সাহিত্যিক অজিত বাবু তার পরিবারের বাবা-মা সহ বাকিরা।
এমন বিষয় দেখতে এলাকার গ্রামবাসীরা ভিড় করেছিল ব্যাপক।