প্লাস্টিক মুক্ত শহর গড়ে তুলতে শহর জুড়ে অভিযান চালাল গঙ্গারামপুর পুরসভা

0
255

গঙ্গারামপুর ৩ জুলাই :প্লাস্টিক মুক্ত শহর গড়ে তুলতে শহর জুড়ে অভিযান চালাল পুরসভা। ৭৫ মাইক্রেনের কম বেশ কিছু ক্যারিব্যাগ বাজেয়াপ্ত সহ জরিমানা করা হল। স্বাভাবিক ভাবেই গঙ্গারামপুর জুড়ে ব্যাপক শোরগোল পড়েছে।
প্রতিমুহূর্তে শহরে বাড়ছে জনসংখ্যা। বাড়ছে যানবাহন থেকে শুরু করে দোকান পাসার। এসবের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে ক্যারিব্যাগের ব্যবহার। আর এতে চরম দুচিন্তায় পড়েছেন পরিবেশ প্রেমী থেকে শুরু করে সচেতন নাগরিক। অভিযোগ শহরের একাংশের মানুষজন শাক সবজি থেকে শুর করে মাছ, মাংস,চাল,ডাল মুড়ি সহ নিত্য প্রয়োজনীয় জিনিস ক্যারিব্যাগে বহন করছেন। এমনকি দুধ ও তেলের মত তরল পদার্থ ক্যারিব্যাগে বহন করছেন । এতে শহরে বাড়ছে দূষণের মাত্রা। স্বাভাবিক ভাবেই দূষণমুক্ত পরিবেশ গড়ে তুলতে ৭৫ মাইক্রেনের নিচে প্লাস্টিক ব্যাগ, থার্মোকলের থালা,গ্লাস,ও চায়ের কাপ ব্যবহারে নিষেধাঞ্জা জারি করে গঙ্গারামপুর পুরসভা। বিঞ্জপ্তি জারি করে পুরসভার পক্ষ থেকে শহরের অলিগলি ঘুরে প্রচার সহ দোকানদার ও ব্যবসায়ীদের জানানো হয়। পাশাপাশি নির্দেশ অমান্যকারীদের জন্য ৫০টাকা থেকে ৫০০ টাকা জরিমানা করার কথা জানানো হয়। সেই মত ক্যারিব্যাগ,থার্মোকলের থালা,গ্লাসের বিরুদ্ধে অভিযান পুর কর্তৃপক্ষ। রবিবার সকালে গঙ্গারামপুর পুরসভা চত্বর থেকে সচেতনতা মূলক প্রচার বের করা হয়। শহরের বিভিন্ন দোকান সহ সবজী মার্কেট,মাছ বাজার গুলিতে অভিযান চালিয়ে বেশ কিছু ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি বেশ কয়েকজন দোকানদারকে জরিমানা করা হয়। এদিনের অভিযানে হাজির ছিলেন গঙ্গারামপুর পুরসভার উপপুর প্রধান জয়ন্ত দাস,পুরসভার কার্য নির্বাহী আধিকারিক অজিত কুমার মন্ডল,ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক কমলেশ ফৌজদার,কাউন্সিলার অতনু রায়,সুভাষ কুন্ডু,মানিক রায়,বিশ্বজিৎ মুর্মু, প্রমুখ।শহর জুড়ে ক্যারিব্যাগ ও থার্মোকলের থালা,গ্লাসের বিরুদ্ধে অভিযান চলায় সাধুবাদ জানিয়েছেন শহরের সচেতন মানুষজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here