রাস্তার ধারে অবৈধ পার্কিং এর বিরুদ্ধে বালুরঘাটে অভিযান ট্রাফিক পুলিশের, একাধিক গাড়িতে তালা লাগিয়ে গাড়ি মালিকদের হুশিয়ারি ওসির

0
196

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ৪ জুলাই— রাস্তার ধারে গাড়ি দাড় করিয়ে  মাসের-পর-মাস বেপাত্তা গাড়ি মালিকরা। জোর অভিযান বালুরঘাটে। সোমবার শহরজুড়ে এমন অবৈধ পার্কিং এর বিরুদ্ধে  রাস্তায় নামলো বালুরঘাট ট্রাফিক পুলিশ। ট্রাফিক ওসি বাবুল হোসেনের নেতৃত্বে এদিন শহরের মঙ্গলপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। একাধিক গাড়িতে  তালা লাগিয়ে দেবার পাশাপাশি দীর্ঘ মাস ধরে রাস্তার পাশে ফেলে রাখা রোলার সহ বেশকিছু গাড়ি মালিককে ডেকে সচেতন করেন ট্রাফিক ওসি। আগামী দুদিনের মধ্যে অবৈধভাবে পার্কিং করে রাখা বিভিন্ন এলাকা ফাঁকা করবার কড়া বার্তাও দেওয়া হয়েছে ট্রাফিক পুলিশের তরফে। শুধু তাই নয়, আগামীতে এমন টা হলে তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপও গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ট্রাফিক ওসি। এদিন সকাল থেকে শহরজুড়ে ট্রাফিক পুলিশের এমন পদক্ষেপকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় মঙ্গলপুর এলাকায়।


বালুরঘাট সদর ট্রাফিক ওসি বাবুল হোসেন বলেন, অবৈধভাবে এমন সব গাড়ি পার্কিং এর জেরে একদিকে যেমন দুর্ঘটনা বাড়ছে। তেমনি শহর পরিস্কার পরিচ্ছন্ন করতেও সমস্যায় পড়ছে পুরসভা। আর সেই কারনেই এদিন অভিযানে নেমে বেশকিছু গাড়িতে তালা লাগানোর পাশাপাশি অবৈধভাবে পার্কিং করে রাখা ব্যক্তিদের সচেতন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here