পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৪ জুলাই— শ্রমিক সংগঠনের নামে তোলাবাজি বংশীহারিতে। চেন সিস্টেমের নাম করেই টাকা তুলছেন কিছু তৃণমূল নেতা। সোমবার এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আরটিও অফিস ঘেরাও করে বিক্ষোভ গ্যাস চালিত অটো চালকদের। যাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় জেলা প্রশাসনিক ভবন চত্বরে। তৃনমুলের দলীয় পতাকা লাগিয়ে ৩৮ টি অটো নিয়েই আরটিও অফিসে হাজির হন চালকেরা। দেখানো হয় বিক্ষোভও। অটো চালকদের দাবি, ওই নেতাদের তোলাবাজি বন্ধ না হলে আরটিওর কাছে অটো জমা রেখেই তারা বাড়ি ফিরবেন।
জানা গেছে বংশীহারী থেকে মহিপাল পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার এলাকার বৈধ রুট পারমিট রয়েছে গ্যাসচালিত ওই অটোগুলোর। যেখানে ১০ কিলোমিটার যাওয়ার পরেই আর তাদের যেতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ চালকদের। চেন সিস্টেমের বাহানা দিয়ে অটো চালকদের কাছ থেকে মোটা টাকা দাবি করছে স্থানীয় কিছু তৃণমূল নেতৃত্বরা। যা দিতে অস্বীকার করায় তাদের মারধরের পাশাপাশি গাড়ি চালানো বন্ধ করে দিয়ে নানা হুশিয়ারি দিচ্ছেন ওই নেতারা বলেও অভিযোগ। ঘটনা নিয়ে স্থানীয় বংশীহারী থানায় অভিযোগ জানিয়েও কোন বিচার পাননি ওই গ্যাসচালিত অটো চালকরা বলেও অভিযোগ। সোমবার যার প্রতিবাদেই বালুরঘাটে আরটিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান অটো চালকেরা। এদিন আরটিওকে একটি লিখিত গণ অভিযোগও জমা দেওয়া হয়েছে অটো চালকদের তরফে।
অটোচালক শিব দেবনাথ, এনামুল হকরা জানিয়েছেন, তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতার পরিচয় দিয়েই তাদের কাছ থেকে তোলাবাজি করা হচ্ছে। ১০ কিলোমিটারের বেশি তাদের যেতে দেওয়া হচ্ছে না। তার বাইরে গেলেই অটো চালকদের ধরে মারধর করছে তারা। ঘটনার প্রতিবাদে এদিন তাদের এই বিক্ষোভ।
যদিও আইএনটিটিইউসির জেলা সভাপতি রাকেশ শীল জানিয়েছেন, বর্তমানে জেলায় কোন কমিটি নেই তাদের। দলের নাম করে কেউ যদি তোলাবাজি বা দাদাগিরি করে তার বিরুদ্ধে দল যেমন ব্যবস্থা নেবে, তেমনি প্রশাসনকেও তারা জানাবে এব্যাপারে সক্রিয় পদক্ষেপ গ্রহন করতে।