বাংলাদেশে পাচারের আগেই প্রায় ৪০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ সহ এক যুবককে আটক বিএসএফের, চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর বিওপির ঘটনা

0
336

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৬ জুলাই——  বাংলাদেশে পাচারের আগে প্রায় ৪০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করল বিএসএফ। ঘটনায় এক যুবককে আটকও করেছে বিএসএফের ১৩৭ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। মঙ্গলবার গভীর রাতে বালুরঘাট ব্লকের চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর বিওপি এলাকা দিয়ে ওই নিষিদ্ধ কাফ সিরাফ গুলি পাচারের চেষ্টা চলছিল৷ যে সময় বিএসএফ সুমন্ত বর্মন(২৯) নামে ওই এলাকার এক যুবককে স্কুটি সহ আটক করে৷ এরপর তার তল্লাশী চালাতেই ৩০০ বোতল নিষিদ্ধ ফেনসিডিল ও ১০০ বোতল ফেরাডিল উদ্ধার হয়৷ বিএসএফের পক্ষ থেকে উত্তর হওয়া নিষিদ্ধ কাফ সিরাপ ও ধৃত যুবককে বালুরঘাট থানার পুলিশের হাতে বুধবার দুপুরে তুলে দেওয়া হয়েছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে বিএসএফ ও বালুরঘাট থানার পুলিশ। 


 বালুরঘাট সদর ডিএসপি সোমনাথ ঝা জানিয়েছেন, স্কুটিতে করে নিষিদ্ধ ওই কাফ সিরাফগুলি পাচার করবার চেষ্টা হচ্ছিল। বিএসএফ তা পাকড়াও করে তাদের হাতে তুলে দিয়েছে। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here