আবারো নাবালিকার বিয়ে বন্ধ করল চাইল্ড লাইন ও কালিয়াগঞ্জ থানার পুলিশ। বৃহস্পতিবার বিকেলে গোপন সুত্রের খবরের ভিত্তিতে কালিয়াগঞ্জ ব্লকের ধনকৈইল গ্রাম পঞ্চায়েতের ডালিমগাও এলাকায় যান চাইল্ড লাইনের সদস্যরা৷ সেখানে এলাকার এক একাদশ শ্রেনীর ছাত্রীর শুক্রবার বিয়ের অনুষ্ঠান ছিল। তার আগেই এদিন চাইল্ড লাইনের সদস্যরা নাবালিকা বাড়িতে পৌঁছে বাবা মাকে এব্যাপারে বোঝান৷ নাবালিকার মেয়ের বিয়ে দেওয়া যে আইনত অপরাধ সে-সম্পর্কে অবগত করেন।এরপর পরিবারের লোকেরা মুচলেকা দেন মেয়ের ১৮ বছর না হলে বিয়ে দেবেন না।