শিলিগুড়ি:-একই রাতে চরটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো ফুলবাড়ীর জটিয়াকালী বাজারে।বৃহস্পতিবার রাতে নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত জটিয়াকালী বাজারে মোট চারটি দোকানে চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছাড়ায়।এর কিছুদিন আগেও এই বাজারে একাধিক বার চুরির ঘটনা ঘটেছে।প্রশাসনের কাছে দোকান মালিকদের দাবি রাতে বেলায় যদি পুলিশের টহলদাড়ি চলে তাহলে হয়তো চুরি অনেকটাই কম হবে।এদিন সব মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী চুরি যায়।ঘটনাস্থলে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে।