উত্তর দিনাজপুরঃ
গভীর রাতে এক দোকানে বিধ্বংসী অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের ১৩ নং ওয়ার্ডে জাতীয় সড়ক সংলগ্ন একটি ঝাড়ুর দোকানে। জানা গিয়েছে, দোকান মালিকের নাম চন্দন রায়। এদিন রাত প্রায় ১ টা নাগাদ আচমকাই বন্ধ দোকানে আগুন লেগে যায়। প্রচন্ড ধোঁয়ার জেরে বিষয়টি টের পান এলাকার মানুষ। ঘটনাস্থলে ভীড় জমে যায়। এলাকার মানুষ নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রায়গঞ্জের উপ পৌর প্রশাসক অরিন্দম সরকার, প্রাক্তন কাউন্সিলর অর্নব মন্ডল। পরে দমকলের বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনার জেরে উদ্বেগ প্রকাশ করেছেন অরিন্দম সরকার। তিনি জানান, দোকানে ঝাড়ুর প্রচুর শোলা মজুত ছিল। শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে। প্রচুর ক্ষতি হয়েছে। ঐ ব্যবসায়ীর পাশে থাকার আশ্বাস দিয়েছেন উপ পৌর প্রশাসক অরিন্দম সরকার।