শিলিগুড়ি:-নকশালবাড়ির অটল থেকে তক্ষক সহ গ্রেফতার তিন পাচারকারী।গোপন সূত্রে খবরের ভিত্তিতে এসএসবির ৪১নং ব্যাটেলিয়ান নকশালবাড়ির অটল সংলগ্ন এলাকায় অভিযান চালায়,সন্ধেহজনক তিন ব্যক্তিকে তল্লাশি চালাতেই ধৃতদের কাছ থেকে তিনটি তক্ষক উদ্ধার করা হয়।পরে ধৃতদের বাগডোগরা বনবিভাগের হাতে তুলে দেওয়া হয়। ধৃতরা হল মোনাফ আলি (৩৬),মহম্মদ জাহির উদ্দিন (৫৬),ইউনিস আলি (৫৭)।ধৃতদের মধ্যে দুজন আসামের বাসিন্দা ও একজন জলপাইগুড়ি জেলার শালুগড়ার বাসিন্দা।বনবিভাগ সূত্রে খবর ধৃতরা তক্ষকগুলিকে নেপালের পাচারের ছক কষেছিল।উদ্ধার তক্ষকের বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে জানা গিয়েছে।