রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ১০৮তম জন্মদিবসকে সামনে রেখে গঙ্গারামপুরের সিপিএম কমিটির তরফে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হলো বাসস্ট্যান্ডে,বিলি করা হল ১০৮টি গাছও

0
174

শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ৮ জুলাই দক্ষিণ দিনাজপুর:-একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ১৫৮ তম পালন করা হলো। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর নতুন বাস স্ট্যান্ডে গঙ্গারামপুরে সিপিএম এরিয়া কমিটির তরফে এই দিনটি পালন করা হয়। সেখানে 108 টি গাছের চালা বিক্রি করেন সিপিএম নেতারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিএমের জেলা সম্পাদক ,রাজ্য কমিটির সদস্য, গঙ্গারামপুরে এরিয়া কমিটির সম্পাদক সহ একাধিক নেতারা।

অনুষ্ঠানের শুরুতেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ১০৮তম জন্ম তিথিতে তার ছবিতে মাল্য দান করেন সিপিএমের রাজ্য নেতা বাংলা চৌধুরী,জেলা নেতা পার্থ সরকার, সিপিএমের গঙ্গারামপুর এরিয়া কমিটির সম্পাদক অচিন্ত চক্রবর্তী, সিপিএম নেতা সুশান্ত সরকার সহ আরো অনেকেই।

    বক্তব্য রাখতে গিয়ে সিপিএমের রাজ্য কমিটির নেতা মানুষের চৌধুরী জ্যোতিবাবু জীবনের নিয়ে বহু মন্তব্য করেন। ১০৮ টি গাছের চরা বিলি করা হয় দলের তরফে।

   সিপিএমের গঙ্গারামপুর কমিটির সম্পাদক অচিন্ত্য চক্রবর্তী বলেন, অনুষ্ঠানের মধ্য দিয়ে জ্যোতি বসুর ১০৮ তম জন্মদিন পালন করলাম।

  এদিনের অনুষ্ঠানে সিপিএম নেতাদের ভিড়  হয়েছিল ব্যাপক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here