সেভ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের ষষ্ঠতমবর্ষে যানবাহন চালকদের সচেতন করতে গঙ্গারামপুরে ট্রাফিক পুলিশ অভিনব উদ্যোগ নিল,ফুল মিষ্টি দিয়ে গাড়িচালকদের দুর্ঘটনা কমানোর উপরে সচেতন করেন উদ্যোগ নেওয়া হয়

0
180

শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ৮ই জুলাই দক্ষিণ দিনাজপুর:-সেভ ড্রাইভ সেভ লাইফ এর ষষ্ঠতমবর্ষে পদার্পণ করায় অভিনব উদ্যোগ নিয়ে প্রচার অভিযানে নামল ট্রাফিক পুলিশ। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর এর ট্রাফিক পুলিশ এদিন গঙ্গারামপুর চৌপতিতে যানবাহন চালকদের পথ দুর্ঘটনা কমাতে সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি ফুল ও মিষ্টি দিয়ে তাদের সম্মান জানানো হয়। অনুষ্ঠানে ট্রাফিক পুলিশের একাধিক আধিকারিক সহ বিশিষ্ট দলের উপস্থিত ছিলেন।

২০১৬ সালে রাজ্যের মুখ্যমন্ত্রী সারা রাজ্যে দুর্ঘটনা কমানোর জন্য সেভ ড্রাইভ সেভ লাইফ এর মত একটি গুরুত্বপূর্ণ প্রকল্প ঘোষণা করেন। রাজ্য সরকারের ট্রাফিক বিভাগের মধ্য দিয়ে এই প্রকল্পে যানবাহন চালকদের দুর্ঘটনা কমাতে সচেতনতামূলক বিভিন্ন ধরনের প্রচারের উপর জোর দেওয়া হয়। শুক্রবার ছিল ষষ্ঠতমবর্ষে সেভ ড্রাইভ সেভ লাইফ এর এই প্রকল্প ঘোষণা করার  দিন। এই দিনকে সামনে রেখেই গঙ্গারামপুরের ট্রাফিক পুলিশের তরফে হাইরোডে যানবাহন চালকদের পথ দুর্ঘটনা কমাতে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত তা বুঝানোর পাশাপাশি ফুল মিষ্টি দিয়ে তাদেরকে সম্মান জানান ট্রাফিক পুলিশের কর্মীরা।সেখানে গঙ্গারামপুরের ট্রাফিক ওসি পার্থ ঝা, ট্রাফিক পুলিশ কর্মী রবিন বাবুসহ একাধিক আধিকারিকেরা উপস্থিত ছিলেন। তারাই পথচলিত যানবাহন চালকদের সচেতন করেন।

    ট্রাফিক পুলিশ কর্মী রবিন বাবু জানিয়েছেন, এমন দিনে আমরা যানবাহন চালকদের সচেতনতা বৃদ্ধি করতে ফল মিষ্টি দিয়ে অভিনন্দন জানানো হয়েছে।এতে আগে তুলনায় আগে তুলনায় অনেক অর্থেই দুর্ঘটনা কমছে বলে আমাদের আশা।

     এদিন ট্রাফিক পুলিশের এমন উদ্যোগকে গঙ্গারামপুরবাসী সকলেই সাধুবাদ জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here