স্কুল বাস ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে গঙ্গারামপুর থানার উদয় গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ীতে গুরুতর আহত হওয়া যুবকের মৃত্যু হল ,পরিবার সহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে,তদন্ত পুলিশ

0
371

শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ৭ জুলাই দক্ষিণ দিনাজপুর:-স্কুল বাস ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হওয়া  মোটরবাইক চালকের মৃত্যু হল।বৃহস্পতিবার দুপুরের ঘটনাটি ঘটেছিল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার উদয় গ্রাম পঞ্চায়েতের সামনে ফুলবাড়ি এলাকায়।গুরুতর আহত অবস্থায় প্রথমে ওই যুবককে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ও পরে তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করতে নিয়ে যাওয়া হলে গভীররাতে তার মৃত্যু হয়।এমন ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে এলাকাজুড়ে।পুলিশ ঘটনার তদন্ত নেমেছে।

গঙ্গারামপুর থানা সূত্রে খবর, মোটরবাইকে থাকা আহত হয়ে মৃত্যু হওয়া ওই  যুবকের নাম, লাইবুর রহমান বয়স (২২)বছর ।তার বাড়ি গঙ্গারামপুর থানার অশোকগ্রাম গ্রাম পঞ্চায়েতের নেহেম্বা এলাকায়। বৃহস্পতিবার দুপুরে সে ফুলবাড়ী থেকে তার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল।সেই সময় ফুলবাড়ীর দিক থেকে একটি স্কুল ভ্যান গাড়ি দ্রুত গতিতে চালিয়ে আসার সময় গঙ্গারামপুর থানার উদয় গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ী এলাকাতে ওই যুবকের 

মোটরবাইকের সজরে ধাক্কা মারলে ওই যুবক গুরুতর আহত হয়। দুর্ঘটনায় মোটরবাইকের পাশাপাশি স্কুল বাসটিরও ব্যাপক ক্ষতি হয়। এলাকাবাসীর বিষয়টি দেখতে পেয়ে তড়িঘড়ি আহত যুবক লাইবুর রহমানকে প্রথমে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে।সেখান থেকে তার অবস্থা খারাপ হলে তাকে, আশঙ্কা জনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সেখানেই তার মৃত্যু হয়।

  এবিষয়ে দুর্ঘটনাস্থলের স্থানীয় দুই বাসিন্দা জানিয়েছেন, দ্রুত গতিতে স্কুল ভ্যানটি এসে আচমকায় ওই যুবককে ধাক্কা মারলে এমন ঘটনা ঘটে। তাকে আমরা হাসপাতালে ভর্তি করেছি।

   ঘটনার খবর পাওয়ার পরে সেখানে ছুটে আসে ফুলবাড়ি ক্যাম্প থেকে গঙ্গারামপুর থানার পুলিশও। তারা ঘাতক স্কুল ভ্যানটিকে আটক করে থানায় নিয়ে যায়।

  পুলিশ জানিয়েছে, মৃতদে উদ্ধার করে ময়নতন্ত্রে পাঠিয়ে পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

 এমন ঘটনায় শোরগোল পড়েছে এলাকা জুড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here