গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু হল এক যুবকের।

0
635

শীতল চক্রবর্ত্তী, বুনিয়াদপুর, 10 জুলাই ,দক্ষিণ দিনাজপুর:-গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহার থানার অন্তর্গত বুনিয়াদপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ড সেলিমাবাদ এলাকায়। 

  পুলিশ সূত্রে জানা যায় মৃত যুবকের নাম রিদম কুমার রায় (২১) বছর। বাবার নাম দিলীপ কুমার রায় তিনি গঙ্গারামপুর মহকুমার পুলিশ সুপারের গাড়ি চালান। তিনি থাকতেন বুনিয়াদপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ড সেলেনাবাদ হেলথ ওকে নার্সিংহোমের পিছন দিকে। পরিবার সূত্রে জানা গেছে মৃত ওই যুবক ছোট থেকে গ্রামের বাড়ি গঙ্গারামপুর বেলবাড়ি এলাকায় থাকতো। যখন থেকে রিদম বুনিয়াদপুরে এসে থাকতে শুরু করে মৃত যুবক বারবার তার বাবা-মাকে জানান আমি এখানে থাকবো না আমার এখানে ভালো লাগেনা। তার বাবা মা তাকে এই সব কারণের ডাক্তার ও দেখিয়েছেন। গতকাল রাত্রিবেলা তার মায়ের অনুপস্থিতদের নিজের ঘরে গলায় ফাঁস লাগে আত্মহত্যা করে। কিছুক্ষণ পর তার মা-বাবা বাড়িতে ফিরে আসার পরে দেখে তার ছেলের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। বাইরে থেকে ডাকাডাকি করার পর দশজন না খোলায় অবশেষে দরজা ভেঙ্গে দেখে ফ্যানের মধ্যে গামছা দিয়ে আত্মঘাতী হয় ওই যুবক। তড়িঘড়ি খবর দেওয়া হয় বংশীহারী থানায়। বংশীহারী থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় রশিদপুর গ্রামীণ হাসপাতালে। রশিদপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পাঠানো হয় ময়নাতদন্তে। 

     এ বিষয়ে এলাকাবাসী গুরু কর্মকার ও ফনি ভূষণ মাহাতো জানিয়েছেন রিদম বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থতাই ছিল। আজকে রাতের বেলা হঠাৎ তার মায়ের চিৎকার শুনতে পাই ছুটে এসে দেখি ঘরের মধ্যে দরজা বন্ধ সবাই মিলে দরজা খুলতে দেখতে পায় সে ফ্যানের মধ্যে গামছা দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলে আছে।। এরপর তাকে রশিদপুর গ্রামীন হাসপাতালে নিয়ে আসি। ভারপ্রাপ্ত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here