উত্তর দিনাজপুরঃ
আগামী ২১শে জুলাই কলকাতায় শহীদ দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেসের ডাকা মহাসভার প্রস্তুতি পর্ব চলছে গোটা রাজ্য জুড়ে। তারই অঙ্গ হিসাবে সোমবার উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ বিধানসভার মহারাজা মোড় এলাকায় এসে বক্তব্য রাখলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের দলীয় মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। এ দিনের এই সভায় উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইলাল আগরওয়াল, স্থানীয় বিধায়ক সত্যজিৎ বর্মন, রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, মানস ঘোষ, চৈতালি ঘোষ সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ দিনের এই সভায় বক্তব্য রাখতে গিয়ে দেবাংশু বাবু আগাগোড়াই বিজেপির বিরুদ্ধে সোচ্চার হন। তিনি বলেন, আগামী ২০২৪ এ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের জয়ের ধারা অব্যাহত রাখতে হবে।