তীব্র গরম! বৃষ্টি কে গালিগালাজ করার অপরাধে বাবাকে পিটিয়ে খুন করলো ছেলে

0
1996

তীব্র গরম! বৃষ্টি কে গালিগালাজ করার অপরাধে বাবাকে পিটিয়ে খুন করলো ছেলে, কুমারগঞ্জের শিয়ালপাড়া এলাকায় উত্তেজনা

পিন্টু কুন্ডু, বালুরঘাট,  ১২ জুলাই——– বাবাকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ গুনধর ছেলের বিরুদ্ধে। সোমবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের সাফানগর গ্রাম পঞ্চায়েতের শিয়ালপাড়া এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত ওই ব্যক্তির নাম সুনীল সরেন(৫০)। পেশায় কৃষক সুনীল ওইদিন মাঠের কাজ সেরে বাড়ি ফিরে এসে তীব্র গরমের কারনে বৃষ্টি কে গালিগালাজ করছিলেন। আর তাতেই উত্তেজিত হয়ে বাবাকে বাশ দিয়ে বেধড়ক মারধর করে ছেলে। পড়ে যায় বড়ির পাশের নর্দমাতে। যেখানেই মৃত্যু হয় সুনীল সরেনের। বিষয়টি জানাজানি হতেই রাতেই ঘটনাস্থলে যায় কুমারগঞ্জ থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। রাতেই দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বালুরঘাট জেলা হাসপাতালে। এদিকে ঘটনার পরেই অভিযুক্ত ছেলে রবিন সরেনকে গ্রেপ্তার করে কুমারগঞ্জ থানার পুলিশ।পুলিশ ও স্থানীয় সুত্রের খবর অনুযায়ী, প্রায় দিনই নানা কারন অকারণে বাবা সুনীল সরেনকে মারধর করত তার ছেলে রবিন ও তার মা বলে অভিযোগ। সোমবার রাতে কিছুটা মদ্যপ অবস্থায় এসে তীব্র গরমের কারন নিয়ে বৃষ্টি কে গালিগালাজ করছিলেন তিনি। আর তাতেই উত্তেজিত হয়ে ওঠে ছেলে রবীন সরেন। বাঁশ দিয়ে বেধড়ক মারধর করেন বাবাকে। অতিরিক্ত মারের ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় সুনীলের। যে বিষয়টি জানাজানি হতেই এলাকায় ব্যাপক উত্তেজনা  ছড়ায়। যদিও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন কুমারগঞ্জ থানার পুলিশ। যেখানে হাজির ছিলেন আইসি সুজয় বন্দ্যোপাধ্যায় নিজেও।
মৃতর স্ত্রী লক্ষ্মী হেমব্রম বলেন, বাড়িতে ফিরে এসেই শুনতে পান নানা অশ্লীল ভাষায় গালিগালাজ করছিলেন স্বামী। সবসময় আমাকে গালিগালাজ করত সে। আর তখনই ছেলে বাশ দিয়ে মারে।
প্রতিবেশী  লধো সরেন ও কল্পনা মার্ডিরা বলেন, বাবার উপর অকথ্য অত্যাচার করত মা ও ছেলে। নিজেদের কুকীর্তি ঢাকতে মাঝেমধ্যেই বাবা কে মারধর করত তারা। ওইদিন ও তাই হয়েছে। বৃষ্টি না হবার কারন নিয়ে মদ খেয়ে আকাশ ও বৃষ্টি কে গালিগালাজ করছিল সে, তার কারনেই বাশ দিয়ে পিটিয়ে বাবাকে মেরে ফেলেছে ছেলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here