গোপন সূত্রে খবরের ভিত্তিতে বড়সড়ো সাফল্য পেলো ফাঁসিদেওয়া থানার পুলিশ।

0
231

শিলিগুড়ি:-গোপন সূত্রে খবরের ভিত্তিতে বড়সড়ো সাফল্য পেলো ফাঁসিদেওয়া থানার পুলিশ।সোমবার গভীর রাতে শিলিগুড়ি মহাকুমার ফাঁসিদেওয়া থানার পুলিশ টহলদারি দেওয়ার সময় একটি চার চাকার মারুতি থেকে তিন বাংলাদেশি সহ আরও দুইজনকে আটক করা হয়।পুলিশ সূত্রে খবর সোমবার রাতে ফাঁসিদেওয়ার ব্লকের চটহাট অঞ্চলের পিঁয়াজি মোর এলাকায় সন্দেহজনক একটি চারচাকা গাড়ি আটক করা হয়।সেই গাড়িতে ছয় জন বাংলাদেশিকে সীমান্ত পার করার জন্য তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল।গাড়িটি আটক করার সময় তিনজন বাংলাদেশী পালিয়ে যেতে সক্ষম হলেও।বাকিদের গ্রেফতার করে ফাঁসিদেওয়া থানা নিয়ে আসা হয়।পুলিশ প্রথমিক জিজ্ঞাসাবাদ করে জানতে পারে।তারা দুদিন আগে কাঁটাতারে বেড়া পার করে ভারতে প্রবেশ করেছিলেন।ভারত থেকে গরু বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য এসেছিল সেই যুবকরা।জানা যায়,ভারতে প্রবেশ করার পরে চটেরহাট অঞ্চলের একজনের বাড়িতে আশ্রয় নিয়েছিল।সেই বাংলাদেশী যুবকরা একদিন কেটে যাওয়ার ফলে সেখানে তারা একটি মারতি ভাড়া করে সীমান্তের দিকে আসছিল।ধৃতের নাম মোহাম্মদ বিপ্লব হোসেন (১৯) মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী (১৮),মোহাম্মদ সিয়াম (১৮)ধৃতরা তেতুলিয়া বাংলাদেশের বাসিন্দা।তাদের কাছ থেকে দুটি বাংলাদেশের মোবাইল,দুটি সিম কার্ড বাংলাদেশী ৯০ টাকা উদ্ধার হয়েছে।অপর দুইজন মোহাম্মদ মুসলিম (৩৩),মোঃ নহিম(৩৮) ফাঁসিদেওয়া ব্লকের চটহাট নিরখীনগছ এলাকার বাসিন্দা।ধৃতদের আজ শিলিগুড়ি মহাকুমা আদালতে পাঠানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here