স্কুল আছে,ছাত্রছাত্রীও আছে। তারা প্রতিদিন নিয়ম করে স্কুলে আসে। স্কুলের বারান্দার চুপটি করে বসে থাকে।

0
626

জলপাইগুড়িঃ- স্কুল আছে,ছাত্রছাত্রীও আছে। তারা প্রতিদিন নিয়ম করে স্কুলে আসে। স্কুলের বারান্দার চুপটি করে বসে থাকে।  তারপর একটা সময় ফিরে যায়। কারন স্কুলের ক্লাসঘরগুলো যে খোলে না। ক্লাসও হয় না। হবে কি করে?  স্কুলে যে একজন শিক্ষকও নেই।জলপাইগুড়ি জেলার, রাজগঞ্জ ব্লকের, আমেরবাড়ি-পানাশগুড়ি জুনিয়ার হাইস্কুলের এখন এটাই প্রতিদিনকার চিত্র।গত পাঁচমাস ধরে এমনটাই চলছে

এই স্কুলে। বছর ছয়েক আগে এই জুনিয়র হাই স্কুল চালু হয়। তখন থেকেই ধুকেধুকে চলছিল এই স্কুল। মাস পাচেক আগে স্কুলের একমাত্র গেস্ট টিচার অবসর নেন। তারপর থেকেই বন্ধ স্কুলের পঠনপাঠন। ছাত্রছাত্রীরা প্রতিদিনই নিয়ম করে স্কুলে আসে। এসে এই আশায় বসে থাকে যে আজ হয়ত শিক্ষক আসবেন। ঘন্টাখানেক অপেক্ষা করার পর তারা  আশাহত হয়ে ফিরে যায়। ঘটনায় ক্ষুদ্ধ অভিভাবক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারাও। তারা জানিয়েছে,বিভিন্ন জায়গায় দরবার করেও কোনো লাভ হয়নি। দ্রুত স্কুলে শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here