আবারো বালুরঘাটে গ্রামীন ডাক সেবক পদে চাকরির পরীক্ষা দিতে ভুয়ো তথ্য দেবার অভিযোগে গ্রেপ্তার সাতজন

0
343

আবারো বালুরঘাটে গ্রামীন ডাক সেবক পদে চাকরির পরীক্ষা দিতে ভুয়ো তথ্য দেবার অভিযোগে গ্রেপ্তার সাতজন, ধৃতরা সকলেই উত্তর দিনাজপুর ও মালদা জেলার বাসিন্দা

পিন্টু কুন্ডু,  বালুরঘাট,  ২০ জুলাই ——– আবারো গ্রামীণ ডাক সেবক পদে চাকরির পরীক্ষা দিতে এসে ভুয়ো তথ্য দেবার অভিযোগে গ্রেপ্তার ৭ চাকরিপ্রার্থী। ধৃতদের মধ্যে ছয়জন উত্তর দিনাজপুরের হলেও একজন রয়েছেন মালদা জেলার বাসিন্দা। দক্ষিণ দিনাজপুর জেলার প্রধান ডাকঘরে গ্রামীণ ডাক সেবক পদে চাকরির তথ্য যাচাইয়ের কাজে এসেই গ্রেপ্তার হন ওই ৭ চাকরি প্রার্থী। এর আগেও জেলার প্রধান ডাকঘর কার্যালয়ে চাকরির জন্য ডকুমেন্ট ভেরিফিকেশনে এসে পুলিশের জালে ধরা পড়েছিলেন তিন চাকরি প্রার্থী।  তাদের বিরুদ্ধে ভুয়ো সার্টিফিকেট দেওয়ার অভিযোগ ছিলো। এবারো সামনে এসেছে সেই ভুয়ো সার্টিফিকেট দেবার ঘটনা। মঙ্গলবার সকালে তথ্য যাচাইয়ের কাজ শুরু হয় মুখ্য ডাকঘরের অফিসে। এরপর অভিযুক্ত সাত জনের সার্টিফিকেট ও কাগজপত্র দেখে সন্দেহ হয় আধিকারিকদের। শুরু হয় জিজ্ঞাসাবাদ। পরে যাবতীয় তথ্য যাচাই করতে গিয়ে দেখা যায় তাদের পেশ করা ডকুমেন্ট গুলি সঠিক নয়। এরপরেই ঘটনার খবর জানানো হয় বালুরঘাট থানায়। পুলিশ এসে ওইদিন রাতেই গ্রেপ্তার করে নিয়ে যায় চাকরিপ্রার্থীদের। এদিন তাদের বালুরঘাট জেলা আদালতে তোলা হয়।

দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার রাহুল দে জানিয়েছেন তদন্ত শুরু করা হয়েছে। এর পিছনে বড় কোন চক্র রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here