মালদা,২০ জুলাই : শহীদ দিবস উপলক্ষে প্রচুর সংখ্যক বেসরকারি বাস রিজার্ভ করেছে তৃণমূল নেতৃত্ব। যার জেরে সমস্যায় পরেন নৃত্য যাত্রীরা।
তৃণমূলের শহীদ দিবস একুশে জুলাই উপলক্ষে ইতিমধ্যে তৃণমূল কর্মী সমর্থকরা বাসে ট্রেনে চেপে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
তৃণমূল নেতৃত্ব জানিয়েছে প্রচুর বাস তারা ভাড়া করেছে। এদিকে বাস কম থাকায় সমস্যায় পড়েন যাত্রীরা।
বেসরকারি বাস কম থাকায় সরকারি বাস এবং অন্যান্য পরিবহনের উপর ভরসা করতে হয় যাত্রীদের। যাত্রীদের তুলনায় বাস কম থাকায় সমস্যায় পড়েন তারা।
এই বিষয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী বলেন, গত দুই বছর করোনা আবহে বন্ধ ছিল তৃণমূলের শহীদ দিবসের জনসভা। এবছর বিধি নিষেধ না থাকার জন্য প্রচুর সংখ্যক মানুষ তৃণমূল সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ২১ শে জুলাইয়ের সভায় উপস্থিত হবেন লক্ষ লক্ষ কর্মী সমর্থক।
প্রচুর সংখ্যক মানুষ যাতে ওই সভায় উপস্থিত হতে পারেন তার জন্য বেসরকারি বাঁশ ভাড়া করা হয়েছে।
ট্রেনেও প্রচুর মানুষ রওনা দিয়েছেন কলকাতার উদ্দেশ্যে।