জলে ডুবে মা দুই ছেলে সহ তিনজনের মৃত্যুর ঘটনায় শোরগোল বুনিয়াদপুরে,তদন্ত শুরু করেছে পুলিশ

0
3021

শীতল চক্রবর্তী ,বুনিয়াদপুর, একুশে জুলাই, দক্ষিণ দিনাজ:———-জলে ডুবে মৃত্যু হল মা সহ দুই শিশু সন্তানের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার পাঞ্জারিপাড়া এলাকায়।এদিন ওই তিনজনের মৃতদেহ দেখতে পেয়ে এলাকাবাসীরা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মৃতদেহগুলি উদ্ধার করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। এমন ঘটনায় মৃতের পরিবেশ ও এলাকাগুলো জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।  পুলিশ সূত্রে জানা যায় মৃত ওই মহিলার নাম জুলেখা খাতুন(১৯) ও মৃত ওই শিশু দুটির নাম রাহুল আনসারী (৩ বছর ৬ মাস),রোহিত আনসারী(২ বছর ৬ মাস)।তাদের বাড়ি বংশীহারী থানার অন্তর্গত পাঞ্জারিপাড়া সমষপুর এলাকায়।মৃতদের পরিবার সূত্রে খবর ,মৃতের স্বামী নেমুদ্দিন আনসারী কাজের সূত্রে বিহারে গিয়েছেন। স্ত্রী জুলেখা খাতুন স্বামীকে ফোন করে দুই শিশু সন্তানের শারীরিকভাবে  অসুস্থ থাকার কথা জানান। যে ঘটনা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ফোনে কথা কাটাকটি হয় বলে পরিবার সূত্রে খবর। বুধবার  দুপুর থেকে মা সহ দুই শিশু  নিখোঁজ ছিল বলে মৃতদের পরিবার সূত্রে জানা গিয়েছে।এরপর বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ মা সহ দুই শিশুকে বাড়ি থেকে ১০০ মিটার দূরে পুকুরে ভেসে থাকতে দেখেন এলাকাবাসীরা। যার পরে বংশীহারী থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহ গুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। 

এবিষয়ে মৃত গৃহবধূর জা ও শাশুড়ি জানিয়েছেন, বুধবার দুপুর থেকে জুলেখা খাতুন ও দুই শিশু সন্তান নিখোঁজ ছিল।শুনেছিলাম ছেলের সাথে ফোনে কথা কাটাকাটি হয়েছে তার স্ত্রীর। এরপর থেকে তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি ও করা হয়েছে তাদের। এরপর বৃহস্পতিবার সকালে হঠাৎ শুনতে প্রায় আমাদের বাড়ির পাশের একটি পুকুরে তাদের মৃতদেহ ভেসে আছে। দেখলাম আমার বৌমা সহ ওই দুই নাতির মৃত অবস্থায় ভেসে রয়েছে।   শওকাত আলী ও আবুল কালাম আজাদ নামে দুই এলাকাবাসী জানিয়েছেন, আমরা বৃহস্পতিবার সকালে হঠাৎ শুনতে প্রায় পাঞ্জারীপাড়া এলাকার পার্শ্ববর্তী একটি পুকুরে এক মা সহ দুই শিশু মৃতদেহ ভেসে রয়েছে। আমরা সেখানে এসে দেখি আমাদের গ্রামের এক গৃহবধূ সহ দুই সন্তান নিখোঁজ ছিল বুধবার দুপুর থেকে। তাদের মৃতদেহ তিনটি ভেসে উঠেছে পুকুরের জলে।এরপর পুলিশকে খবর দিয়েছি। পুলিশ এসে মৃতদেহগুলি উদ্ধার করে নিয়ে গেছে।এমন ঘটনার খবর পাবর পড়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য সহ বংশীহারী থানার আইসি মনোজিৎ সরকার।  

 গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, আমরা খবর পেয়ে এসেছি মা সহ দুই শিশু সন্তান জলে ডুবে মারা গিয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।ঘটনাস্থলে এসে পুরো ঘটনা তদন্ত শুরু করেছি। পুরো ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বংশেরী থানার পাঞ্জারিপাড়া এলাকায়। তবে এটি  খুন নাকি আত্মহত্যার ঘটনা সে বিষয়টি ভাবাচ্ছে পুলিশকে। যদিও তারা বলছে ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে সব পরিষ্কার হয়ে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here