মালদা, ২২ জুলাই:-স্কুলে যাওয়ার পথে প্রেম। তারপর বিয়ের প্রলোভন দিয়ে সেই নাবালিকা ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এমনকি ওই ছাত্রীকে ব্যাপক মারধোর করার অভিযোগ উঠেছে ওই যুবক ও তার পরিবারের বিরুদ্ধে। আহত ওই ছাত্রীকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ইতিমধ্যেই ওই যুবক ও তার পরিবারের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছে নাবালিকার পরিবার। ঘটনাটি ঘটেছে মালদার রতুয়ার কাহালা এলাকায়।
নাবালিকার পরিবারের অভিযোগ, সতেরো বছরের নাবালিকা ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে পেশায় শ্রমিক এক যুবক। বাড়ির সামনে থেকে নাবালিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তুলে নিয়ে গিয়ে ওই যুবক ধর্ষণ করে বলে অভিযোগ। এরপর থেকেই নিখোঁজ ছিল ওই কিশোরী। এদিন আহত অবস্থায় তাকে উদ্ধার করে রতুয়া থানার পুলিশ। জানা গেছে, শারীরিক সম্পর্কের পর ওই কিশোরীকে নিজের বাড়িতে নিয়ে যায় ওই যুবক। এরপর ওই কিশোরীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আহত কিশোরী বর্তমানে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করছে রতুয়া থানার পুলিশ।