হাবিবপুর:- হবিবপুর থানার অন্তর্গত বুলবুলচন্ডী অঞ্চলে কেন্দুয়া এলাকার পূর্বপাড়ায় বিদুৎ সমস্যা জেরে শুক্রবার সকালে এলাকাবাসী বিদ্যুৎ দাবিতে পথ অবোধ করে বিক্ষোভ দেখায়
ওই এলাকায় বাসিন্দাদের অভিযোগ এলাকার ঘনঘন লোডশেডিং সহ মাঝে মাঝে বিদ্যুৎ থাকেনা, তাদের অভিযোগ এলাকায় নতুন করে আলাদা ট্রান্সফরমার বসানো দাবি জানিয়ে এদিন সকালে প্রায় সাড়েনটা নাগাদ এলাকাবাসী পথ অবরোধ করে যার জেরে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে পড়ে মালদা নালাগোলা রাজ্য সড়কে ঘটনার খবর পেয়ে ছুটি আছে হবিবপুর থানার পুলিশ এছাড়াও ছুটে আসেন ইলেকট্রিক দপ্তরের স্টেশন ম্যানেজার,।
স্টেশন ম্যানেজার জানান বেনিয়ম তারা এই পথ অবরোধ করেছে এলাকবাসীকে জানানো হয়েছে আগামীকাল ওই এলাকায় ইলেকট্রিকের নতুন একটা ট্রান্সফরমার বসানো কাজ শুরু হবে তারপরেও আজ তারা পথ অবরোধ করে এই নিয়ে ইলেকট্রিক দপ্তরের আধিকারিক ক্ষোভ প্রকাশ করে।তাদেরকে জানানোর পরেও নিয়মের বাইরে তারা পথ অবোধ করেছে তাদের আজ সকালেই জানো না হয় আগামীকাল ট্রান্সফর্মার বসানো কাজ শুরু হবে।