মালদা , ২৩ জুলাই। খাদ্যে বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়লেন একই পরিবারের তিনজন। ঘটনাটি ঘটেছে বামনগোলা থানার সোনাকান্দর এলাকায় । অসুস্থ তিনজনের মধ্যে দুইজনের চিকিৎসা চলছে বামনগোলার মোদিপুকুর গ্রামীণ হাসপাতালে। শনিবার সকালে একজনকে সংকটজনক অবস্থায় ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।
মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, অসুস্থদের নাম রামপ্রসাদ মন্ডল (৩২), তার স্ত্রী পূজা মন্ডল (২৮) এবং এক ভাই সন্তোষ মন্ডল (২৭)।
অসুস্থদের এক আত্মীয় জানিয়েছেন , শুক্রবার রাতে খাবার খেয়ে ঘুমাতে যাওয়ার সময় হঠাৎই ওই তিনজন অসুস্থ হয়ে পড়েন । রাতে তাদের মোদিপুকুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে রাতের খাবার থেকে কোন বিষক্রিয়া ছড়িয়েছে ওই তিনজনের মধ্যে। তাতেই ওরা অসুস্থ হয়ে পড়েন