জল নিকাসীর দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন ক্ষিপ্ত এলাকাবাসীরা

0
244

জল নিকাসীর দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন ক্ষিপ্ত এলাকাবাসীরা।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলা বংশীহারী ব্লকের এলাহাবাদ অঞ্চলের ডিটাইল এলাকায়।

এলাকাবাসী সূত্রে জানাজায় বহু বছর ধরে জল নিকাশি ব্যবস্থা নেই ডিটাইল এলাকায়। মাত্র ৫০ মিটার রাস্তা প্রায় ১৫ বছর ধরে জল নিকাশের সমস্যায় ভুগছে এলাকাবাসি সহ ডিটাইল জুনিয়ার বেসিক স্কুলের শিক্ষক সহ ছাত্র ছাত্রীরা। এলাকাবাসী সহ স্কুল শিক্ষকরা বহুবার বহু জায়গায় লিখিতভাবে জানানোর পরেও মেলেনি কোন সুরাহা। শনিবার বেলা বারোটা নাগাদ ডিটাইল জুনিয়ার বেসিক স্কুলের শিক্ষক ছাত্র ছাত্রীরা সহ ক্ষিপ্ত এলাকাবাসীরা ৩০ মিনিট ধরে NH 512 নম্বর জাতীয় সড়ক ডিটাইল স্ট্যান্ডে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বংশীহারী থানার পুলিশ। এলাকাবাসীদের সঙ্গে কথা বলে আশ্বাস দিলে রাস্তা অবরোধ তুলে নেয় ক্ষিপ্ত এলাকাবাসীরা।

       এ বিষয়ে দুই এলাকাবাসী কল্পনা মহন্ত ও অর্চনা মহন্ত জানিয়েছেন বিগত ১৫ বছর ধরে আমাদের এখানকার রাস্তার উপরে জল জমে থাকে বছরে ছয় মাস ধরে। বহুবার বহু জায়গায় জানানোর পরও মিলেনি সমস্যার সমাধান। বাধ্য হয়ে এলাকাবাসী ও স্কুল শিক্ষক ও ছাত্ররা মিলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন। 

এ বিষয়ে ডিটাইল জুনিয়ার বেসিক স্কুলের শিক্ষক রফিকুল আলম জানিয়েছেন আমাদের এই রাস্তার উপর দিয়ে স্কুল ছাত্রছাত্রীরা, আমরা সহ গ্রামবাসীরা জলের উপর দিয়ে হেঁটে পার হতে হয়। সমস্যায় পড়ছে সবাই যে কারণে আজকে আমরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালাম জল নিকাশের ব্যবস্থা দাবিতে। 

এ বিষয়ে বংশীহারী ব্লকের জয়েন্ট বিডিও আরিত্র দালুই জানিয়েছেন আমরা খুব শীঘ্রই জল নিকাশের ব্যবস্থা করে দেব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here