মালদা, ২৩ জুলাই। পুরাতন মালদা থেকে ফারাক্কায় গঙ্গার স্নান করতে যাওয়ার পথে কালিয়াচকে পথ দুর্ঘটনায় জখম হলেন এক যাত্রী। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার নওদা যদুপুর স্ট্যান্ডের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে। আহতের নাম সত্য দাস (৩২)। তাকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজে ও হাসপাতালে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে পুরাতন মালদা থানার তাঁতীপাড়া এলাকার ছয় জন একটি অটো করে ফারাক্কায় গঙ্গা স্নান করতে যাচ্ছিলেন। কালিয়াচকের নওদা যদুপুর এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে পিছন থেকে একটি বেপরোয়া লরি অটোটিতে এসে ধাক্কা মারে। তাতেই ৬ জনের মধ্যে একজন যাত্রী জখম হন। এই দুর্ঘটনার পর ঘাতক লরিটি এলাকা থেকে পালিয়ে যায় বলে অভিযোগ।