দশ কেজি রুপা বাংলাদেশের পাচারের ছক কষেছিল দুই যুবক। তবে পাচারের আগেই রূপা সহ বিএসএফ এর হাতে ধরা পড়ল এক যুবক।

0
347

জলপাইগুড়িঃ- দশ কেজি রুপা বাংলাদেশের পাচারের ছক কষেছিল দুই যুবক। তবে পাচারের আগেই  রূপা সহ বিএসএফ এর হাতে ধরা পড়ল এক যুবক। জলপাইগুড়ির মানিকগঞ্জ এলাকার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার ঘটনা। সোমবার দুপুরে রুপা সহ ধৃত যুবককে  কোতোয়ালি থানায় তুলে ফেয় বিএসএফ।

 বিএসএফ ও পুলিশ সুত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে মানিকগঞ্জ এলাকার ভারত, বাংলাদেশ সীমান্তের ডাঙাপাড়া সীমান্ত এলাকায় বিএসএফএর রুটিন টহলদারি চলছিল। সেই সময় তারা লক্ষ্য করেন অন্ধকারের মধ্যে দুই যুবক স্কুটি নিয়ে সীমান্তের কাটাতারের বেড়ার কাছে যাওয়ার  চেস্টা করছে। সন্দেহ হওয়ায় বিএসএফ স্কুটি সহ দুই যুবককে আটক করে। তল্লাশি চালিয়ে স্কুটির ডিকি থেকে প্যাকেটে মোড়া রূপা উদ্ধার হয়। এদিকে এক যুবক সুযোগ বুঝে স্কুটি নিয়ে পালিয়ে যায় । অন্য যুবককে গ্রেফতার করে বিএসএফ। ধৃতের নাম বাবুরাম মুন্ডা, বাড়ি সাতকুড়া এলাকায়।

 তদন্তে উঠে এসেছে, বাংলাদেশে রূপা পাচার করার ছক করেছিল ওই দুইজন। সোমবার দুপুরে ধৃত যুবকে কোতোয়ালি থানার হাতে তুলে দেয় বিএসএফ। রুপার প্যাকেটগুলিও পুলিশের হাতে তুলে দেওয়া হয়।ধৃতকে জেরা করে পালিয়ে যাওয়া যুবকের সন্ধান পাওয়ার চেস্টা হচ্ছে বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here