রেলের আন্ডার পাশে জল জমার ঘটনায় ঠিকাদারকে ঘেরাও করে বিক্ষোভে এলাকাবাসীরা

0
330

গঙ্গারামপুর থানার নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের ভক্তিপুরে রেলের আন্ডার পাশে জল জমার ঘটনায় ঠিকাদারকে ঘেরাও করে বিক্ষোভে এলাকাবাসীরা, সুপারভাইজার সমস্যার সমাধানে আশ্বাস দিলেন


শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ২৫ শে জুলাই দক্ষিণ দিনাজপুর: অল্প বৃষ্টির জলেই রেলের আন্ডার পাসে বিরাট আকারে জল জমে যাচ্ছে। জমা জল সরিয়ে দেবার দাবিতে কয়েকশো গ্রামবাসী এদিন বিক্ষোভে ফেটে পড়লেন। ।ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার নন্দনপুরে গ্রাম পঞ্চায়েত ভক্তিপুর রেল লাইনে।কাজের সুপার ভাইজারকে ঘিরে ধরে গ্রামবাসীরা। সমস্যার বিষয়টি মেটানোর জন্য এলাকাবাসীদের পাশে দাঁড়িয়েছেন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানও।যদিও কাজের বরাদ্দ পাওয়া সুপারভাইজার জানিয়েছে,খুব তাড়াতাড়ি সমস্যা মিটে যাবে। এমন ঘটনায় ব্যাপক সরকার পড়েছে এলাকাজুড়ে।
গঙ্গারামপুর থানার নন্দনপুর গ্রামের ভক্তিপুর এলাকার ওপর দিয়ে চলে গিয়েছে রেললাইনটি।যে রেল লাইনটি বালুরঘাট থেকে মালদা পর্যন্ত যাতায়াত করে থাকে।এলকার গ্রামবাসীরা জানিয়েছেন, এই রেল ক্রেসিং পার হতে হয় নন্দনপুর,বাজিতপুর,বিশরাইল, রাধানগর,ঠ্যাঙাপাড়া সহ প্রায় ২৫টি গ্রামের কয়েক হাজার মানুষকে।প্রতিদিন ওই এলাকার গ্রামগুলি থেকে হাজার হাজার মানুষজন প্রতিদিন জমা জলের উপর দিয়েই চলাচল করে থাকে বলে অভিযোগ তাদের।রেল দপ্তর সূত্রে খবর,কয়েকমাস আগে রেল কর্তৃপক্ষ গঙ্গারামপুর থানার নন্দনপুর এলাকায় ভক্তিপুরে রেলের আন্ডার পাস তৈরি করেন। এলাকাবাসীদের অভিযোগ, সামান্য বৃষ্টি হবার ফলে আন্ডার পাসের নীচে হাটু সমান জল জমেছে। ফলে যাতায়াত করতে ভীষণ সমস্যায় পড়েছেন নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকার মানুষজনকে। এদিন ঠিকাদার সংস্থার এক কর্মী আন্ডারপাস দেখতে এলে গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন।তাকে ঘেরাও করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। দ্রুত জমা জল সরিয়ে নেবার দাবিতে সরব হন তারা।
এলাকার বাসিন্দা রাধেশ্যাম সরকার অভিযোগ করে বলেন,আন্ডার পাসে জল জমার ফলে সাইকেল,মোটরবাইক নিয়ে যাতাযাত করতে ভীষণ সমস্যায় মধ্যে পড়তে হচ্ছে। সমস্যা না মিটলে বড়সড় আন্দোলনের নামব।
এলাকার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ঝন্টু সরকার অভিযোগ করে বলেন,সমস্যার বিষয়টি সমাধানের জন্য এলাকাবাসীদের পাশে দাঁড়ানো হয়েছে।আমরা চাই এ সমস্যা মিটে যাক।
পরে ঠিকাদার সংস্থার সুপারভাইজার মোহাম্মদ নুহুম এর তরফে জমা জল সরিয়ে নেবার আশ্বাস দেওয়া হয়।
এর পরেই এলাকার মানুষজনেরা তাদের আন্দোলন বন্ধ করে দেয়।
ঘটনায় ব্যাপক শোরগোল পরে এলাকা জুড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here