১৩ জন প্রতিযোগী নেতাজি ইনডোর স্টেডিয়ামে ইন্টারন্যাশনাল ক্যারাটে খেলার সুযোগ

0
710

রঘুনাথপাল এর কাছে ক্যারাটে প্রশিক্ষণ নিয়ে এবারও ১৩ জন প্রতিযোগী নেতাজি ইনডোর স্টেডিয়ামে ইন্টারন্যাশনাল ক্যারাটে খেলার সুযোগ পেয়েছে, ক্যারাটে প্রশিক্ষক ও অভিভাবকদের দাবি এবারও তারা পুরস্কার আনবেই


শীতল চক্রবর্তী, বুনিয়াদপুর ,২৫ শে, জুলাই দক্ষিণ দিনাজপুর:——– জেলার ১৩ জন ক্যারাটে প্রশিক্ষণ নেওয়া ছাত্র-ছাত্রীরা কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইন্টারন্যাশনাল ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছেন। দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে ইতিমধ্যেই যার জোর প্রশিক্ষণ শুরু করে ফেলেছেন ক্যারাটে প্রশিক্ষক রঘুনাথ পাল। ক্যারাটে প্রশিক্ষকের দাবি, এবারও তারা পুরষ্কার আনবেই। তেমনি বিশ্বাস রেখেছেন রঘু বাবুর কাছে প্রশিক্ষণ দেওয়া অভিভাবকেরাও।
দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে নামকরা ক্যারাটে প্রশিক্ষক রঘুনাথ পাল জেলা তথা জেলার বাইরে বিভিন্ন জায়গায় ক্যারাটে প্রশিক্ষণ দিয়ে চলেছেন প্রায় বেশ কয়েক বছর ধরে। আর যার স্কুল থেকে এর আগেও বহুবার বহু জায়গায় আয়োজিত ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের অংশগ্রহণ করেছেন জেলার বহু ক্যারাটে প্রশিক্ষণ নেওয়া ছাত্রছাত্রীরা। সেই মতোই আবারও কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে ইন্টারন্যাশনাল ক্যারাটে প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় এবারও দক্ষিণ দিনাজপুর জেলা থেকে ১৩ জন প্রতিযোগী রঘুনাথ পালের কাছে প্রশিক্ষণ নিয়ে ইন্টারন্যাশনাল ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন রঘুনাথ পাল। যার জোর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন তিনি। এদিন গঙ্গারামপুর এর পাশাপাশি বুনিয়াদপুরেও তিনি ছাত্র-ছাত্রীদেরকে ক্যারাটে প্রশিক্ষণ দেন।


এ বিষয়ে ক্যারাটে প্রশিক্ষক রঘুনাথ পাল জানিয়েছেন, প্রতিবছরের মত এবারও আমাদের জেলা থেকে ১৩ জন ক্যারাটে প্রশিক্ষণ নিয়ে কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত ইন্টারন্যাশনাল ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে। অংশগ্রহণকারীদের আমরা বেশ কিছুদিন ধরে শুরু করেছি প্রশিক্ষণ দেওয়া। আমাদের স্কুলের ছেলে মেয়েরা এবারও জেলার নাম উজ্জ্বল করবে বলে আশা করছি।
এবিষয়ে অভিভাবক সুদীপ্তা কুন্ডু জানিয়েছেন, আমার ছেলে বেশ কিছু বছর ধরে রঘুনাথ পালের কাছে ক্যারাটে প্রশিক্ষণ নিয়ে আসছে। এর আগেও বহুবার বহু প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে সে। আর বেশ কিছু মেডেলও নিয়ে এসেছে সে। তাই আবারও কলকাতায় নেতাজি ইনডোর স্টেডিয়ামে ইন্টারন্যাশনাল ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে আমার ছেলে। আশা করছি এবারও সে জেলার নাম উজ্জ্বল করবে।
রঘুবাবুর কাছে প্রশিক্ষণ নিয়ে ছাত্রছাত্রীরা যে এবারও এ জেলার নাম উজ্জ্বল করবে সে বিষয়ে বলার অপেক্ষা রাখে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here