এসএসসি দুর্নীতি’তে এবার নাম জড়ালো ময়নাগুড়ির প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যান অনন্তদেব অধিকারীর

0
292

জলপাইগুড়িঃ-

এসএসসি দুর্নীতি’তে এবার নাম জড়ালো ময়নাগুড়ির প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যান অনন্তদেব অধিকারীর। সূত্রের খবর, গত রবিবার রাতে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডির তল্লাশির সময় যেসব নথি পাওয়া গিয়েছে তার মধ্যে অনন্তদেব অধিকারীর, বিধায়ক এর লেটারহেড প্যাডে লেখা দুটি নথি মিলেছে। তার মধ্যে একটিতে এসএসসির “গ্রুপ ডি” পদে পাঁচজনের নাম সুপারিশ করা হয়েছে বলে দেখা যাচ্ছে। অন্যটিতে, আপার প্রাইমারিতে চাকুরিপ্রার্থী ৪৮জনের রোল নাম্বার মিলেছে। প্রাক্তন বিধায়ক প্রথমটি স্বীকার করে নিলেও, দ্বিতীয়টি স্বীকার করেননি। তিনি জানিয়েছেন, বিধায়ক থাকাকালীন তার কাছে গ্রুপ ডি পদের জন্য পাচজনের নাম চাওয়া হয়েছিল। সেইমত তিনি পাচজনের নাম পাঠিয়েছিলেন। যদিও সেই পাচজনের চাকুরি হয়নি। তার দাবি সব বিধায়কদের কাছেই এইরকম নাম চাওয়া হয়েছিল।এটা কোনো অন্যায় নয়। একজন বিধায়ক দলীয় কর্মীদের নাম উপরমহলে সুপারিশ করতেই পারেন। এতে কোনো বিতর্ক নেই।
অন্যদিকে, ৪৮জন আপার প্রাইমারি চাকুরিপ্রার্থীর রোল নং লেখা লেটারহেড এর বিষয়টি তিনি অস্বীকার করেছেন।

ইতিমধ্যেই এই নিয়ে জেলার রাজনৈতিক মহলে ঝড় উঠতে শুরু করেছে। যদিও তিনি এখনো ইডি বা সিবিআইরের ডাক পাননি বলে দাবি অনন্তদেব অধিকারীর।

এসসি দুর্নীতি নিয়ে ক্রমশই আশংকা বাড়ছে উত্তরে। এর আগে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ্চন্দ্র অধিকারীর নাম জড়িয়েছে। চাকরি গিয়েছে তার কন্যার। তার বাড়িতেও ইডির তল্লাশি হয়েছে।

জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের প্রাথমিক শিক্ষক তথা রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সদস্য পঞ্চানন রায়কে জেরা করেছে সিবিআই। এবার নাম জড়ালো অনন্তদেব অধিকারীর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here