চা বাগান থেকে উদ্ধার প্রায় ২০ফুট লম্বা অজগর

0
1736

জলপাইগুড়ি ঃ

চা বাগান থেকে উদ্ধার প্রায় ২০ফুট লম্বা অজগর। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের, কালীপুর বনবস্তিতে একটি ক্ষুদ্র চা বাগানে হানা দেয় অজগরটি।।একটি আস্ত ছাগল সাবাড় করে। ঘটনা দেখে আতংক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। খবর দেওয়া হয় বনবিভাগের রামশাই রেঞ্জে। খবর যায় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কাছেও। তারা এসে দীর্ঘক্ষণের চেস্টায় অজগরটিকে উদ্ধার করে। সেটি বার্মিজ পাইথন প্রজাতির। প্রাথমিক শুশ্রূষার পর সেটিকে রামশাইয়ের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর বনদফতর সূত্রে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here